1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন মোবাইল ফোন ব্রডকাস্টিং

৩১ মার্চ ২০১০

সিডর আর আইলার মত প্রাকৃতিক দুর্যোগের শিকার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সেখানে টিকতে না পেরে কাজের খোঁজে এখন রাজধানী ঢাকায় ভিড় করছেন৷

https://p.dw.com/p/MjLJ
দুর্যোগের আগাম পূর্বাভাষ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে পারেছবি: AP

তবে রাজধানীতেও তাদের জন্য কোন সুখবর নেই৷ তাদের আশা, একটু দাঁড়াতে পারলে আবার গ্রামে ফিরে যাবেন৷

ঝড় বা জলোচ্ছাসের মত প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সরকারের ব্যর্থতার কথা স্বীকার করলেও আঙ্গুল তোলেন উন্নত বিশ্বের দিকে৷ তিনি তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন৷ দাবি করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সর্বাত্মক সহায়তার৷ ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি যথেষ্ট নয়৷ এজন্য মোবাইল ফোন ব্রডকাস্টিং প্রযুক্তি ব্যবহারের কথা বলেন তিনি৷

অন্যদিকে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যেও রয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক হুমায়ুন আখতার ডয়চে ভেলেকে বলেন, ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হলে তাৎক্ষনিকভাবে ঢাকার দুই থেকে আড়াই লাখ মানুষ মারা যাবে৷ তিনি জানান, এব্যাপারেও আমাদের প্রস্তুতি যথেষ্ট নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: সঞ্জীব বর্মন