1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির মামলা: প্রত্যাহার হবে মেরিট বিবেচনা করে

১৬ ফেব্রুয়ারি ২০১১

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান ডয়চে ভেলেকে জানিয়েছেন, সরকার রাজনৈতিক বিবেচনায় দুর্নীতির মামলা প্রত্যাহারের সুপারিশ করলেও কমিশন মামলার মেরিট বিবেচনায় নিয়ে আইনানুগভাবে নিষ্পত্তি করবে৷

https://p.dw.com/p/10Hfa
দুর্নীতি: প্রতীকি ছবিছবি: AP

কমিশন মামলাগুলিকে সরাসরি প্রত্যাহার করবেনা৷ আর কমিশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়ছে৷ তিনি মনে করেন, একটি মহল কমিশনের স্বাধীনতা খর্ব করতে চায়, তবে তারা সফল হবেনা বলেই তার বিশ্বাস৷

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমতি নেয়ার বিধান রেখে দুর্নীতি দমন কমিশনের আইন সংশোধনের যে কথা হচ্ছে, তাতে কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান৷ তিনি বলেন, আইনটি সংসদে পাশ হলে কমিশনের স্বাধীনতা হবে সোনার পাথর বাটির মত৷ একটি মহল তাদের স্বার্থে দুর্নীতি দমন কমিশনকে অকার্যকর করতে চায় ৷তবে তার বিশ্বাস সংসদ এধরনের আইন পাশ বা সংশোধনী অনুমোদন করবেনা৷

কমিশনের চেয়ারম্যান ডয়চে ভেলেকে জানান, রাজনৈতিক হয়রানির জন্য করা করা মামলা নিয়ে সরকার যে কমিটি করছে সেই কমিটি দুর্নীতির মামলা প্রত্যাহারেরও সুপারিশ করছে৷ তবে দুর্নীতি দমন কমিশন তাদের সুপারিশের ভিত্তিতে মামলা প্রত্যাহার করবেনা৷ চূড়ান্ত তালিকা পাঠান হলে কমিশন মামলার মেরিট বিবেচনায় নিয়ে আইনগতভাবে নিষ্পত্তি করবে৷

গোলাম রহমান বলেন, বাংলাদেশে দুর্নীতির প্রবণতা খুব বেশি৷ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও তার বাইরে নয়৷ তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে৷

তিনি বলেন, দেশের স্বার্থেই দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত৷ কমিশন তার বিধি অনুযায়ী পুরোপুরি স্বাধীন৷ এবং স্বাধীনভাবেই কাজ করতে চায়৷ আর বর্তমান সরকারও দুর্নীতি দমনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন