1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন কংগ্রেসের দুই নেতা

৯ নভেম্বর ২০১০

মুম্বই-এর অভিজাত এলাকায় আদর্শ আবাসন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণকে আজ ইস্তফা দিতে হয়৷ দুর্নীতির অভিযোগে কমনওয়েলথ গেমসের প্রধান সুরেশ কালমাডিকেও শেষ পর্যন্ত পদত্যাগ করতে হল৷

https://p.dw.com/p/Q2IA
শেশরক্ষা হল নাছবি: UNI

রাজ্যপাল চহ্বাণের পদত্যাগপত্র গ্রহণ করেন৷ বিদায়ী মুখ্যমন্ত্রী পরে সংবাদ মাধ্যমকে বলেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি পদত্যাগ করেন৷ পদত্যাগ করা মানে তিনি দোষী, তা প্রমাণ হয়না, বলেন তিনি৷ বিষয়টি আজ সংসদেও ওঠে৷ বিরোধী পক্ষ দুর্নীতি নিয়ে বিতর্কের দাবি জানায়৷

১৯৯৯ সালে কাশ্মীরের কারগিলে ভারত-পাকিস্তান যুদ্ধে নিহতদের পরিবারের জন্য মূলত এই আবাসন প্রকল্প গৃহীত হয়৷ কিন্তু রাজনীতিবিদ, আমলা ও প্রতিরক্ষা বাহিনীর পদস্থ অফিসারদের ঐ বহুতল আবাসনে ফ্ল্যাট দেয়া হয়৷ প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনিএই কেলেঙ্কারি সম্পর্কে সিবিআই তদন্তের আদেশ দেন৷

এদিকে দুর্নীতির অভিযোগে কমনওয়েলথ গেমসের প্রধান সুরেশ কালমাডিকেও ইস্তফা দিতে হয় আজ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক