1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনার কবলে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ভেটেন, ডাজ...?’

৬ ডিসেম্বর ২০১০

জার্মান ভাষায় ‘ভেটেন, ডাজ...?’ অর্থ দাঁড়ায় ‘ধরবে কি বাজি, যে.....?’ বিশেষ পারদর্শিতা দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার এই অনুষ্ঠানটি হঠাৎ করেই মাঝপথে থেমে গেল শনিবার৷ হোঁচট খেলেন টেলিভিশনের সামনে থাকা প্রায় এক কোটি দর্শক৷

https://p.dw.com/p/QQJz
Samuel Koch, Duesseldorf, ZDF, Wetten, dass..?, Auto, দুর্ঘটনা, জনপ্রিয় টিভি, জার্মান, অনুষ্ঠান, ‘ভেটেন, ডাজ...?’, TV Show
দুর্ঘটনায় বিব্রত সঞ্চালকসহ আয়োজকরাছবি: picture-alliance/dpa

জার্মানির সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ভেটেন, ডাজ...?' চলে আসছে টানা ২৯ বছর ধরে৷ কিন্তু এবারই প্রথম কোন বড় দুর্ঘটনার শিকার হলেন এক অংশগ্রহণকারী৷ ২৩ বছরের তরুণ স্যামুয়েল কখ ঝুঁকি নিয়েছিলেন একটি চলন্ত গাড়ির উপর দিয়ে দৈর্ঘ্য বরাবর লাফিয়ে পার হওয়ার৷ ইতিমধ্যে অসংখ্যবার এমন দুঃসাহসিক কাজের পারদর্শিতা দেখিয়েছেন কখ৷ স্প্রিং যুক্ত দণ্ডের উপর ভর করে চলন্ত গাড়ির সামনে থেকে দিলেন জোরে লাফ৷ গাড়ির ছাদে মাথা ছুঁয়েই লাফ দিলেন পেছন দিকে৷ কিন্তু মেঝেতে পড়ার পর আর চেতনা নেই কখের৷

অগণিত দর্শকের সাথে আয়োজনকারীরাও একেবারে থ৷ সাথে গাড়ি চালক কখের পিতাও৷ কখকে দ্রুত নিয়ে যাওয়া হলো হাসপাতালে৷ কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কথাও বলেছেন তিনি৷ কিন্তু টিভি চ্যানেল সেডডেএফ রবিবার জানিয়েছে, মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন কখ৷ তাই দীর্ঘ আড়াই ঘণ্টা অস্ত্রোপচার চালানোর পর চিকিৎসকরা এখন তাঁকে কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে রেখেছেন৷ ড্যুসেলডর্ফ বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. ভোল্ফগাঙ রাব জানিয়েছেন, কখের আঘাত এতোটাই মারাত্মক যে পক্ষাঘাতের আশঙ্কা করা হচ্ছে৷

ঘটনার পরপরই গণমাধ্যমের কাঠগড়ায় হাজির হতে হয়েছে অনুষ্ঠানটির সঞ্চালক থমাস গটশাল্ককে৷ এসময় তিনি বলেন, ‘‘গত ২৯ বছরে আমরা অনেক ঝুঁকিপূর্ণ কাজের পারদর্শিতা দেখেছি৷ তরুণরা দেওয়াল বেয়ে উপরে উঠেছে৷ এক তরুণ তার স্কেটবোর্ড নিয়ে একটি বাড়ির উপর দিয়ে লাফিয়ে পার হয়েছে৷ তবে সর্বোচ্চ ক্ষতি হয়েছিল একবার একজনের পা ভেঙে গিয়েছিল৷'' তিনি আরো বলেন, ‘‘আমরা যদি তাঁর এই কাজে পারদর্শিতায় ঘাটতি লক্ষ্য করতাম তাহলে তাঁকে এটা থেকে বিরত রাখতাম৷ কিন্তু আমরা কখনই এমনটি লক্ষ্য করিনি৷''

যাহোক কখের আহত হওয়ার ঘটনায় মর্মাহত গোটা জার্মানি৷ তবে কখের শারীরিক অবস্থা যেমনটিই দাঁড়াক না কেন এই ঘটনার পর কঠোর সমালোচনার মুখে পড়েছে অনুষ্ঠানটি৷ এমনকি আর কখনও হয়তো এমন দুঃসাহসিক কাজের পারদর্শিতা দেখা যাবে না সেখানে এমন আশঙ্কাও করছেন অনেকে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম