1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুবাইয়ের আল ওয়াসি ফুটবল ক্লাবের কোচ হচ্ছেন মারাদোনা

১৬ মে ২০১১

আর্জেন্টিনার বিশ্বখ্যাত খেলোয়াড় দিয়েগো মারাদোনা এবং দুবাইয়ের এক ফুটবল ক্লাবে কোচের দায়িত্ব পালন করবেন৷ জাতীয় দলের দায়িত্ব ত্যাগ করার পর এই চুক্তি স্বাক্ষর করেছেন তিনি৷

https://p.dw.com/p/11HGf
** FILE ** In this May 20, 2008 file photo Former Argentine soccer player Diego Maradona poses during the photo call for the documentary "Maradona" during the 61st International film festival in Cannes, southern France. A star who was addicted to drugs, sentenced to jail for shooting at reporters and punched the ball into the net in a World Cup quarterfinal doesn't seem like the ideal candidate to coach a national football team. But this is Diego Maradona, one of football's all-time greats who can do no wrong in the eyes of Argentina's fans. Maradona, who turns 48 on Thursday, and Carlos Bilardo have been asked to lead the national team by Julio Grondona, head of the Argentine Football Association. (AP Photo/Matt Sayles, File)
ছবি: AP

মারাদোনা কি বসে থাকার পাত্র! আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে চাকরি নাই বা থাকলো৷ এবার দুবাইয়ের আল ওয়াসি ফুটবল দলের কোচ হতে চলেছেন বিশ্ববিখ্যাত এই ফুটবল তারকা৷ সোমবার ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, যে দিয়েগো আর্মান্দো মারাদোনা ক্লাবের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন৷'' আপাতত আগামী দুই মরশুমের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করা হয়েছে৷

FILE - In this June 29, 1986 file photo, Diego Maradona of Argentina, is lifted up as he holds the World Cup trophy after Argentina defeated West Germany 3-2 in the World Cup soccer final in the Atzeca Stadium, in Mexico City. (Ap Photo/Carlo Fumagalli, File)
১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর মারাদোনাছবি: AP

গত বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময় আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন মারাদোনা৷ কোয়ার্টার ফাইনালে জার্মানির হাতে ৪-০ গোলে শোচনীয় পরাজয়ের পর তাঁকে বরখাস্ত করা হয়৷ তারপর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাব বা ইরানের জাতীয় দলের কোচ হিসেবে তাঁর নাম শোনা যাচ্ছিল৷ কিন্তু শনিবার যখন মারাদোনা দুবাইয়ে গিয়ে আল ওয়াসি ফুটবল ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন, তখন তাঁর ভবিষ্যৎ দায়িত্বের প্রাথমিক আভাস পাওয়া গিয়েছিল৷

সংযুক্ত আরব আমিরাতের ফুটবল লিগ তালিকায় আপাতত চতুর্থ স্থানে রয়েছে আল ওয়াসি ক্লাব৷ মার্চ মাসে ব্রাজিলীয় কোচ স্যার্জো ফারিয়াস ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর নতুন কোচের খোঁজ চলছিল৷ এখন খোদ মারাদোনাকে পেয়ে আনন্দে আত্মহারা ক্লাবের সভাপতি মারওয়ান বিন বায়াত৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য