1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষের মুখে ১২টি স্টিচ!

২৭ নভেম্বর ২০১০

মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার মাত্রা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ কিন্তু বারাক ওবামার মতো তরুণ, সুঠাম কমান্ডার-ইন-চিফ খেলার মাঠে কুপোকাত হয়ে গেলেন৷

https://p.dw.com/p/QJjN
বাস্কেটবলের প্রতি ওবামা’র প্রেম নতুন নয়ছবি: AP

অবসর সময় তো তেমন পান না, পেলে খেলাধুলা করতে ভালবাসেন বারাক ওবামা৷ শুক্রবার বাস্কেটবল খেলার ইচ্ছে হয়েছিল৷ ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটিতে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে কোর্টেও নেমেছিলেন৷ কিন্তু খেলার মাঠে বেকায়দায় চোট পাওয়ার ঝুঁকি তো কম নয়৷ আর হলোও তাই৷ বিপক্ষ দলের এক খেলোয়াড়ের কনুইয়ের গুঁতো লাগলো একেবারে প্রেসিডেন্টের ওপরের ঠোঁটে৷ সে এক রক্তারক্তি কাণ্ড! যাই হোক, জ্ঞান হারান নি তিনি৷ হেঁটেই বেরিয়ে গেলেন কোর্ট ছেড়ে৷ ১২টি স্টিচ করতে হলো৷ প্রেসিডেন্ট হলে কী হবে, মাঠে কোনো খাতির নেই!

এখন প্রশ্ন হলো, কার এত সাহস যে খোদ প্রেসিডেন্টের মুখে গুঁতো মারে! জানা গেছে, ‘আততায়ী'র নাম রে ডেকেরেগা৷ তিনি মার্কিন কংগ্রেসের হিসপ্যানিক ককাস ইন্সটিটিউটের প্রধান৷ তিনি অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চান নি৷ আসলেই তো এটা নিছক দুর্ঘটনা ছাড়া কিছু নয়৷ ডেকেরেগা বলেন, ‘‘আজ বুঝলাম, প্রতিপক্ষ হিসেবে প্রেসিডেন্ট কতটা কঠিন এবং তাঁর ‘স্পোর্টসম্যান স্পিরিট' সত্যিই কতটা বড়৷''

বাস্কেটবলের প্রতি ওবামার প্রেম নতুন নয়৷ প্রচণ্ড ভালবাসেন খেলা দেখতে এবং নিজে খেলতে৷ সুযোগ পেলেই কোর্টে নেমে পড়েন৷ শুধু তাই নয়, তাঁর দক্ষতা দেখে অনেকেই হিংসা করে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম