1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই ম্যাচের জন্য ধোনি নিষিদ্ধ

১৯ ডিসেম্বর ২০০৯

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’কে৷ আর তাই শ্রীলংকার বিরুদ্ধে পরবর্তী দুই ম্যাচে অধিনায়কের ভূমিকায় থাকবেন ভিরেন্দার সেহওয়াগ৷

https://p.dw.com/p/L90L
ফাইল ফটোছবি: AP

শুক্রবার শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ ওঠে৷ আর তাই আইসিসি বেশ দ্রুত ব্যবস্থা নিল ভারতের বিরুদ্ধে৷ একেবারে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ দলনেতা ধোনি৷ শুধু তাই নয়, ক্রিকেট দলের সকল সদস্যের ম্যাচ ফিও কেটে নেয়া হয়েছে ৪০ শতাংশ পর্যন্ত৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য৷

শুক্রবারের ঐ ম্যাচে অবশ্য শ্রীলংকা তিন উইকেটে জয় পায়৷ ফলে পাঁচ ম্যাচ সিরিজে দুই দলের বর্তমান অবস্থান ১-১৷ এই সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার কটক-এ এবং বৃহস্পতিবার কলকাতায়৷ সিরিজের ফাইনাল ম্যাচ ২৭ ডিসেম্বর, দিল্লিতে৷ আর ততদিনে ধোনির বহিষ্কারের মেয়াদ খতম৷ ফলে স্বাভাবিকভাবেই ফাইনালে মাঠে দেখা যেতে পারে তাঁকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী