1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে পল্টনে ১৪৪ ধারা

৩০ মে ২০১০

শান্তিরক্ষা দিবস পালন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের হালচাল, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের খবরছাড়াও পল্টনে ১৪৪ ধারা এবং কৃষিক্ষেত্রে সাফল্যের খবরগুলো শীর্ষস্থান দখল করেছে আজকের পত্রিকায়৷

https://p.dw.com/p/Ncz0
নিরাপত্তা বাহিনীর টহল (ফাইল ছবি)ছবি: DPA

রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ও যুবলীগ সোমবার পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সেখানে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ৷ দৈনিক প্রথম আলো, যুগান্তর, সমকাল, যায়যায়দিন, ডেইলি স্টার, নিউ এইজসহ প্রায় সব পত্রিকাতেই অন্যতম প্রধান খবর হিসেবে স্থান পেয়েছে এই খবর৷ খবরে প্রকাশ, শনিবার রাতে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন৷ এর আগে পানি-বিদ্যুৎসহ জনদুর্ভোগ নিরসনের দাবি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী সোমবার পল্টন ময়দানে সমাবেশের ডাক দিয়েছিল৷ অন্যদিকে, শনিবার অনুষ্ঠিত যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই স্থানে সোমবার সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়৷ ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত ও যুবলীগ একই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করায় ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে রবিবার রাত ১২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টন ময়দান ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷

উত্তরা ও পূর্বাচল প্রকল্পের ৬ হাজার প্লট হস্তান্তরের ঘোষণা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক চলতি বছরের শেষ দিকে উত্তরা ও পূর্বাচল প্রকল্পের ৬ হাজার প্লট হস্তান্তরের জন্য কাজ শুরু করেছে৷ রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার বরাত দিয়ে দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে এই খবর৷ প্রকৌশলী হুদা বলেছেন, উত্তরা প্রকল্পে ১৫ থেকে ১৬টি শাখায় আড়াই হাজার প্লট এবং ৪ থেকে ১৭টি শাখায় সাড়ে তিন হাজার প্লট হস্তান্তর করা হবে৷ এই দুই প্রকল্পের উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে৷ রাজউক সূত্র জানায়, উত্তরা তৃতীয় প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ২৯৫ প্লট এবং পূর্বাচল প্রকল্পের আওতায় ২৪ হাজার ৬৯৭টি প্লটের উন্নয়নের কাজ সম্পন্ন হবে৷ অন্যদিকে কর্তৃপক্ষ উত্তরা প্রকল্পের আওতায় ৮৫০ বর্গফুট, ১ হাজার ৩০ বর্গফুট এবং ১২৫০ বর্গফুট এর ২২ হাজার ৫১২টি প্লট নির্মাণ করা হবে৷ এদিকে পূর্বাচলে ৬২ হাজার প্লটের প্রকল্পের মধ্যে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মন্দির, গির্জা, খেলার মাঠ ও লেক থাকবে৷

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী

আজ রবিবার প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী৷ ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর এক অভ্যুত্থানে তিনি নিহত হন৷ দৈনিক সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, যায়যায়দিনসহ প্রায় সব পত্রিকার অনলাইন সংস্করণের হোমপেজেই স্থান পেয়েছে জিয়ার মৃত্যুবার্ষিকীর খবর৷ এতে বলা হচ্ছে, এ উপলক্ষে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে৷ কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা, কাঙালিভোজ, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান, মিলাদ মাহফিল, জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ প্রভৃতি৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম