1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনে শান্তিপূর্ণ নির্বাচন, রাতে সংঘর্ষ

১৮ জুন ২০১০

চট্টগ্রাম সিটি নির্বাচনে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী৷ বৃহস্পতিবার নির্বাচনের সময় পরিস্থিতি শান্ত থাকলেও, রাতে ফল নিয়ে শুরু হয় সংঘর্ষ৷ রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিনামূল্যে বিতরণের খবর৷

https://p.dw.com/p/Nu6J
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

সংবাদপত্রে চট্টগ্রামের নির্বাচন

অনলাইন সংবাদপত্র বিডিনিউজটোয়েন্টিফোর ডট কম এর শিরোনাম, ‘‘মনজুর অস্টআশি হাজার ভোটে এগিয়ে''৷ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিডিনিউজের দাবি, চট্টগ্রামের মোট ৬৭৪টি কেন্দ্রের মধ্যে ৫৮০টির বেসরকারি ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷ এতে ক্রমশই আওয়ামীলীগ প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে পেছনে ফলে এগিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী মনজুর আলম৷ এই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘‘জয়ের পথে মনজুর''৷

নির্বাচনের সার্বিক পরিস্থিতি

দৈনিক সমকাল জানাচ্ছে, ‘‘নজিরবিহীন শান্তিপূর্ণ ভোট''৷ তবে একই দৈনিকের আরেক শিরোনাম, ‘‘কন্ট্রোল রুমের সামনে আগুন: পুলিশের অ্যাকশন''৷ পত্রিকাটির ভাষায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রাতে চট্টগ্রাম নগরী রণক্ষেত্রে পরিণত হয়৷

দৈনিক কালেরকন্ঠ জানাচ্ছে, অভূতপূর্ব শান্তিপূর্ণ পরিবেশে সিটি কর্পোরেশন নির্বাচন হলেও রাতে ফল ঘোষণা নিয়ে সংঘর্ষ হয়েছে৷ দৈনিক প্রথম আলোর শিরোনাম ‘‘দিনে সুষ্ঠু ভোট, রাতে উত্তাপ''৷

বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব

দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘‘বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণ শুরু: প্রথম পেলেন প্রধানমন্ত্রী''৷ আগামী শনিবার বাংলাদেশের ২৭টি জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্ব বিনামূল্যে বিতরণ করা হবে৷ তবে তার আগে গতকাল প্রধানমন্ত্রীকে এই বাল্ব উপহার দেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা৷ দৈনিক ইত্তেফাক ছোট আকারে প্রকাশ করেছে এই খবর৷

মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসেবে নয়

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘‘মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব প্রকাশ হচ্ছে না''৷ পত্রিকাটির কথায়, আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সাংসদদের সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখন সেখান থেকে অনেকটা সরে এসেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী