1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দল থেকে হুদাকে বহিষ্কার করলেন খালেদা

২২ নভেম্বর ২০১০

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় বহিষ্কৃত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা৷ তবে হুদা জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন৷

https://p.dw.com/p/QEw2
ছবি: Mustafiz Mamun

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা তিন দিন আগে সংবাদ মাধ্যমকে বলেন, আইনজীবীদের ভুলে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়েছে ৷ তিনি ঈদের আগে বিএনপির ডাকা হরতালেরও সমালোচনা করেন৷ আর শেষ পর্যন্ত তাঁকে এর মাশুল দিতে হল৷ রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরী বৈঠকে তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়৷

স্থায়ী কমিটির জরুরী বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ বৈঠক শেষে দফতর সম্পাদক রহুল কবীর রিজভী জানান, দলীয় শৃংখলা ভঙ্গের কারনে নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে৷ এর আগেও একাধিক ঘটনায় তাঁকে সতর্ক করে দেয়া হলেও তিনি তা আমলে নেননি৷

অন্যদিকে বহিষ্কারাদেশের পর টেলিফোনে নাজমুল হুদা আইনী লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন৷ তিনি বলেন তাকে বেআইনীভাবে বহিষ্কার করা হয়েছে৷ তাঁর দাবি, কথা বলার জন্য কাউকে বহিষ্কার করা হয়েছে এমন নজির পৃথিবীতে নেই৷ তিনি খালেদা জিয়ার বাড়ি ও হরতাল নিয়ে যে মন্তব্য করছেন তাঁকে জনগনের অনুভূতি বলে ব্যাখ্যা দেন৷

নাজমুল হুদা বলেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার সময় শেখ হাসিনা যেমন হেসেছেন , তেমনি তাঁকে বহিস্কারের সময় মওদুদরা হেসেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম