1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তুদের বোঝা টানছে দরিদ্ররা

৪ অক্টোবর ২০১৬

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে ধনি দেশগুলির ‘‘স্বকীয় স্বার্থ''-কে বেশি গুরুত্ব দেওয়ার সমালোচনা করেছে৷ মাত্র দশটি দরিদ্র দেশ বিশ্বের অর্ধেকের বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে, বলছে অ্যামনেস্টি৷

https://p.dw.com/p/2Qqmk
জর্ডানের একটি শরণার্থী শিবির
ছবি: Guy Degen

লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংগঠনটির মঙ্গলবার প্রকাশিত রিপোর্টটির শীর্ষক, ‘‘বিশ্ব উদ্বাস্তু সংকটের মোকাবিলা: দায়িত্ব এড়ানোর বদলে দায়িত্বের ভাগ নেওয়া''৷ ‘‘বিশ্বের স্বল্প কয়েকটি দেশের উপর বড় বেশি দায় চাপানো হয়েছে, কেননা তারা সংকটের প্রতিবেশী,'' রিপোর্ট পেশ করার সময় বলেন অ্যামনেস্টির মহাসচিব সলিল শেট্টি৷

‘‘পরিস্থিতি বাস্তবিক অসহনীয়; এই পরিস্থিতি সিরিয়া, দক্ষিণ সুদান, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ ও নিপীড়ন থেকে পলায়নপর লক্ষ লক্ষ মানুষকে দুর্দ্দশা ও দু্র্ভোগের মুখে ফেলে দিয়েছে'', বলেন শেট্টি৷ এক্ষেত্রে তিনি ধনি দেশগুলির প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেন, বিশ্বের সমৃদ্ধতম দেশগুলি ‘‘সবচেয়ে কম সংখ্যক (উদ্বাস্তুকে) আশ্রয় দেয় ও সবচেয়ে কম করে থাকে৷''

‘‘বিশ্বের সবচেয়ে ধনি দেশগুলি যদি তাদের আয়তন, সম্পদ ও বেকারত্বের হারের অনুপাতে উদ্বাস্তু নিতো, তাহলে আরো বেশি উদ্বাস্তুদের জন্য আশ্রয় খোঁজাটা একটা সমাধানযোগ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত,'' শেট্টি তাঁর বিবৃতিতে বলেন এবং যোগ করেন যে, ধনি দেশগুলির বর্তমান স্বার্থপরায়ণতা সংকটকে আরো বাড়িয়েছে৷

বিশ্বের ১০টি দেশ সারা বিশ্বের উদ্বাস্তুদের ৫৬ শতাংশকে আশ্রয় দিচ্ছে৷ সবার আগে জর্ডান, ৬৪ লাখ মানুষের দেশ, যেখানে ২৭ লাখ উদ্বাস্তু আশ্রয় পেয়েছে৷ তার পরে আসছে তুরস্ক (২৫ লাখ), পাকিস্তান (১৬ লাখ), লেবানন (১৫ লাখ), ইরান (প্রায় দশ লাখ), ইথিওপিয়া (সাত লাখ), কেনিয়া (সাড়ে পাঁচ লাখ), উগান্ডা (প্রায় পাঁচ লাখ), কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (প্রায় চার লাখ) ও চাড (প্রায় চার লাখ)৷ এ সব পরিসংখ্যানই জাতিসংঘের উদ্বাস্তু ত্রাণ সংস্থা ইউএনএইচসিআর-এর প্রদত্ত৷

বিশ্বের সমৃদ্ধতম দেশগুলির শুধু ত্রাণের অর্থ যোগালেই চলবে না, বলেছে অ্যামনেস্টি: ‘‘ধনি দেশগুলি মানুষজনকে ‘ওখানে রাখার' জন্য টাকা দিয়ে'' খালাস পেতে পারে না৷ উদ্বাস্তুদের আশ্রয়দানকারী মুখ্য দেশগুলি সব উদ্বাস্তুদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না করতে পারার ফলে বহু উদ্বাস্তু সব ঝুঁকি মাথায় নিয়ে ইউরোপ বা অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার চেষ্টা করছে, বলে রিপোর্টে মন্তব্য করা হয়েছে৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান