1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ সুদানে রক্তক্ষয়ী সংঘর্ষ

১৮ ডিসেম্বর ২০১৩

দক্ষিণ সুদানে সামরিক বাহিনীর দুটি অংশের মধ্যে সংঘর্ষে ৪০০ থেকে ৫০০ মানুষ নিহত হয়েছে৷ প্রেসিডেন্ট দাবি করেছেন, অভ্যুত্থানের চেষ্টার কারণে সংঘর্ষের সূত্রপাত৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে৷

https://p.dw.com/p/1Abv4
Südsudan Juba Ausschreitungen UN Flüchtlinge 17.12.2013
ছবি: picture-alliance/AP

দক্ষিণ সুদানের রাজধানী যুবায় সামরিক বাহিনীর দুটি অংশের মধ্যে রবিবার ভয়ংকর সংঘর্ষ শুরু হয়৷ শহরের সাধারণ মানুষ প্রচণ্ড গোলাগুলির শব্দে ঘর থেকে বেরোনোর সাহস পাননি৷ মঙ্গলবার থেকে যুবার পথে খুব কম হলেও কিছু পথচারী দেখা যাচ্ছে৷ তবে পরিস্থিতি এখনো শান্ত হয়নি৷

প্রেসিডেন্ট সালভা কির সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন৷ তাতে তিনি বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগতরা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল৷ সে কারণেই মাত্র দু বছর আগে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া দক্ষিণ সুদানে এমন সংঘর্ষ হয়েছে৷ মাচারকে গত জুলাইয়ে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দেয়া হয়৷ তারপর থেকে তিনি প্রেসিডেন্ট সালভা কিরের সবচেয়ে বড় প্রতিপক্ষ৷ সোমবারের ভাষণে সালভা কির আরো জানান, অভ্যুত্থান প্রয়াসে জড়িত সন্দেহে দশজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে৷

রিক মাচার বলেছেন, দক্ষিণ সুদানে কোনো অভ্যুত্থানের চেষ্টা হয়নি৷ তাঁর মতে, সংঘর্ষ হয়েছে সামরিক বাহিনীর দুটি গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে৷ তিনি মনে করেন, বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অজুহাত দাঁড় করাতেই অভ্যুত্থান প্রয়াসের কথা বলছেন প্রেসিডেন্ট সালভা কির৷

সংঘর্ষে ঠিক কতজন মারা গেছেন তা এখনো জানা যায়নি৷ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের প্রধান হার্ভ লাডসাউস নিরাপত্তা পরিষদকে ৪০০ থেকে ৫০০ নিহত হওয়ার তথ্য জানান৷ আহত হয়েছে কমপক্ষে আটশ জন৷ রাজধানী যুবার দুটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷ রেডক্রস জানিয়েছে, অনেকের জখম খুব গুরুতর৷ এত লোকের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা৷

এদিকে সংঘর্ষ শুরুর পর থেকেই সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে৷ জাতিসংঘ শিবিরে এ পর্যন্ত ১৫ থেকে ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে৷

এসিবি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য