1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ সুদানে পৃথক রাষ্ট্র গঠন: চলছে গণভোট

৯ জানুয়ারি ২০১১

পৃথক রাষ্ট্র গঠন প্রশ্নে আফ্রিকার সবচেয়ে বড় দেশ সুদানের দক্ষিণ অংশে রবিবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে৷এর মধ্যে দিয়ে যেমন বিভক্ত হতে যাচ্ছে বৃহৎ এই রাষ্ট্রটি তেমনই জাতিসংঘের তালিকায় ১৯৩তম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে৷

https://p.dw.com/p/zvQ1
গনভোট শুরুর আগে জনগন ভোটার কার্ড সংগ্রহ করছেনছবি: picture alliance /dpa

সপ্তাহব্যাপী এই গণভোট শুরু হয় রবিবারে৷ এদিন শুরুতেই প্রচুর ভোট পড়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের গণভোট কমিশনের উপ প্রধান চ্যান রিক৷ তিনি বলেন, ‘‘আমি প্রকাশ করতে পারছি না৷ এতো ব্যাপক ভোট পড়ার প্রত্যক্ষদর্শী আমরা আগে কখনও হইনি৷'' তিনি গত এপ্রিলের প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘‘এতো ব্যাপক ভোট পড়া এমন কী কোন নির্বাচনের সময়েও দেখা যায়নি৷'' চ্যান রিক বলেন, ‘‘সবাই গান গাইছে, নাচছে৷ দক্ষিণ সুদানের জনগনের জন্যে এ এক ঐতিহাসিক দিন৷ যা আগে কখনও আসেনি৷''

NO FLASH Wahlen im Sudan
সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের একটি সমাবশে উৎফুল্ল জনতা(ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্র খোলা হয়৷ দক্ষিণ সুদানের রাজধানী জুবায় প্রথম ভোট দেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির৷ তিনি একে এক ‘ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেন৷

মুসলিম অধ্যুষিত উত্তর সুদান এবং খ্রিস্টান ও ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী সম্প্রদায় অধ্যুষিত দক্ষিণ সুদানের মধ্যে তেলের মালিকানা ও জাতিগত বৈরিতা নিয়ে চলা প্রায় ২২ বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে ২০০৫ সালে সম্পাদিত শান্তিচুক্তি অনুসারে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক এ ভোট৷

Sudan Wahlen Kandidat Salva Kiir
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরছবি: AP

প্রেসিডেন্ট কির বলেন, ‘‘এই ঐতিহাসিক মুহূর্তের জন্যেই দক্ষিণ সুদানের জনগণ অপেক্ষা করছিল''৷ প্রসেডেন্ট কিরের ভোট দেওয়া প্রত্যক্ষ করেন, মার্কিন দূত স্কট গ্রশন ও জন কেরী এবং সেই সঙ্গে হলিউড স্টার জর্জ ক্লুনি৷ নিহত গেরিলা নেতা জন গ্যারাং-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যেই ভোট কেন্দ্রটি তৈরি করা হয়েছে, প্রেসিডেন্ট কির সেটিতেই তাঁর ভোট দেন৷ তিনি বলেন, ‘‘আমি দক্ষিণ সুদানের জনগনকে বলতে চাই, আপনারা ধৈর্য্য ধরুন, যদি আজ সময়ের অভাবে ভোট দিতে না পারেন, তবে আগামীকাল ভোট দেবেন৷''

বিকেল পাঁচটায় ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাবে৷ দীর্ঘ প্রতীক্ষিত এ গণভোটে অংশ নিতে দক্ষিণ সুদানের রাজধানী জুবার বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে 'লাস্ট মার্চ টু ফ্রিডম' লেখা ব্যানার নিয়ে শনিবার রাত থেকেই অপেক্ষায় ছিলেন অনেক ভোটার৷

এদিকে ভোটের আগে সুদানের আবেয়ি অঞ্চলে সশস্ত্র আরবদের হাতে একজন খুন হয়েছে বলে কর্মকর্তারা রবিবার জানিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম