1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস কবলিত অঞ্চল’

২৯ এপ্রিল ২০১০

পাকিস্তান এবং আফগানিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস কবলিত অঞ্চল হিসাবে চিহ্নিত করেছে একটি মার্কিন গোয়েন্দা সংস্থা৷ এই তালিকায় আগে শীর্ষে ছিল মধ্যপ্রাচ্যের নাম৷

https://p.dw.com/p/N9Bm
ছবি: AP

মার্কিন সংস্থা ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷

ঐ সংস্থার তথ্য অনুসারে, ২০০৯ সালে আফগানিস্তানে অন্তত ৭ হাজার বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে৷ ২০০৮ সালের চেয়ে এই সংখ্যা অন্তত ৪৪ শতাংশ বেশি৷ পাকিস্তানে গত বছর সন্ত্রাসী হামলায় নিহত ও আহতের সংখ্যা ৮ হাজার ৬০০ জন৷ ২০০৮ সালের চেয়ে এই সংখ্যা ৩০ শতাংশ বেশি৷ হতাহতের এই হিসাবের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত বা আহত কোন জঙ্গির সংখ্যা নেই, নেই জঙ্গিদের হাতে নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যদের হিসাবও৷

ঐ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার বেসামরিক নাগরিকদের হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না সন্ত্রাসী গ্রুপগুলো৷ তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে৷

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইনটারন্যাশনাল স্টাডিজের উপদেষ্টা এবং সন্ত্রাসবাদ বিরোধী সাবেক কর্মকর্তা হুয়ান সারাটে এই প্রসঙ্গে বলছেন, ক্রমবর্ধমান আক্রমণ এবং হতাহতের ঘটনা প্রমাণ করে ঐ অঞ্চলে সন্ত্রাসীরা নতুন করে জড়ো হচ্ছে৷ পাকিস্তান এবং আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়া এখন সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে৷

ঐ প্রতিবেদনে সম্প্রতি পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে জোর অভিযান পরিচালনার প্রশংসা করা হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক