1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ এশিয়ার জন্য তিনটি নতুন টিভি চ্যানেল

১৯ আগস্ট ২০১০

দক্ষিণ এশিয়ার জন্য তিনটি নতুন টেলিভিশন চ্যানেল নিয়ে আসছে রিলায়েন্স এবং সিবিএস৷ ইংরেজি ভাষার এসব চ্যানেল হবে মূলত বিনোদনমূলক৷ অক্টোবর থেকেই চালু হচ্ছে এসব চ্যানেল৷

https://p.dw.com/p/Or5g
দক্ষিণ এশিয়ায় টেলিভিশন বিনোদনের অন্যতম একটি মাধ্যমছবি: AP

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এবং মালদ্বীপের বিনোদনপ্রেমী মানুষ উপভোগ করতে পারবেন নতুন চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা৷ রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্ক লিমিটেড এবং সিবিএস স্টুডিওস ইন্টারন্যাশনাল বুধবার প্রকাশ করল নতুন চ্যানেলের তথ্য৷ ভারতসহ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল টেলিভিশন বাজার ধরতেই বড় মাপের এই প্রতিষ্ঠান দু'টির যৌথ উদ্যোগ৷ বাজেটের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ না করা হলেও দুই প্রতিষ্ঠানের অংশীদারি থাকছে ৫০ শতাংশ হারে৷

রিলায়েন্স এর প্রধান নির্বাহী তরুণ কাটিয়াল এটিকে তাদের প্রতিষ্ঠানের প্রথম টেলিভিশন সম্প্রচার জগতে প্রবেশ বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, এটি একটি যুগান্তকারী মুহূর্ত৷ মুম্বইয়ে প্রতিষ্ঠান দু'টির যৌথ বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা মনে করি, ভারতীয় টেলিভিশন শিল্প বেশ সম্ভাবনাময় এবং ক্রমবর্ধমান৷'' সিবিএস এর প্রেসিডেন্ট আর্মান্দো নুনেজ এটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গতিশীল মিডিয়া বাজারে একটি উত্তেজনাপূর্ণ যৌথ উদ্যোগ বলে মন্তব্য করেন৷

বলে রাখা ভালো, রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্ক হচ্ছে নাম করা অনিল ধিরুভাই আম্বানি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান৷ রেডিও, বিজ্ঞাপন, মোবাইল এবং ইন্টারনেট খাতে তাদের রয়েছে সরব পদচারণা৷ আর সিবিএস স্টুডিওস ইন্টারন্যাশনাল বিখ্যাত সিবিএস কর্পোরেশনের অংশ৷ টেলিভিশন ভারতের গণমাধ্যম এবং বিনোদন জগতের সবচেয়ে বড় শিল্প হিসেবে বিবেচিত৷ কেপিএমজি'র মতে, ভারতের টেলিভিশন দর্শকের সংখ্যা প্রায় ৫০ কোটি৷ শুধুমাত্র ২০০৯ সালে এই শিল্পে বাণিজ্যিক লেনদেন হয়েছে ৫.৫ বিলিয়ন ডলার৷ বিশ্লেষকদের ধারণা, ২০১৪ সাল নাগাদ এই শিল্পের প্রবৃদ্ধি বাড়বে ১৫.২ শতাংশ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক