1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের শক্তি বৃদ্ধি

২৬ এপ্রিল ২০১০

একথা বলার অপেক্ষা রাখে না যে ব্যাংককে তুমুল উত্তেজনা বিরাজ করছে৷ ছড়িয়ে পড়ছে নানা গুজব৷ দেখা দিয়েছে ভয় পাওয়ার মত পরিবেশ৷ সেখানকার পরিস্থিতি দেখে অনেক সময় মনে হতে পারে সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না৷

https://p.dw.com/p/N6nF
ব্যাংককে বিক্ষোভকারীরাছবি: AP

থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককের কেন্দ্রস্থলে সোমবার তাদের শক্তি বৃদ্ধি করেছে৷ তাদের ওপর সেনাবাহিনী অভিযান চালাতে পারে এই ধরনের একটি খবর ছড়িয়ে পরার পর, প্রকৃত পক্ষে রবিবার রাত থেকেই তারা তাদের শক্তি বাড়াতে থাকে৷

থাইল্যান্ড রাজনীতি ক্ষেত্রে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে সঙ্কটময় এক সময় অতিবাহিত করছে বলে পর্যবেক্ষক মহের ধারণা৷ বলা হচ্ছে, এই রাজনৈতিক সঙ্কট সমাধানের কাজ খুব একটা সহজ হবে না৷

Asean Gipfel in Thailand Protest
বিক্ষোভকারীদের দমনে সেনাবাহিনী (ফাইল ফটো)ছবি: AP

সোমবার আন্দোলন জোরদার করার প্রস্তুতি হিসেবে প্রায় ৮ হাজার প্রতিবাদী ব্যাংককের কেন্দ্রস্থলে সমবেত হয়৷ তারা গান গাইতে থাকে৷ তবে কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি৷ থাইল্যান্ডের পুরো পরিস্থিতি বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে৷

দু'পক্ষের মধ্যে আলোচনার সুযোগ

দু'পক্ষের মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনার ব্যাপারে প্রতিবাদকারীদের দেয়া প্রস্তাব প্রধানমন্ত্রী অপিসিৎ ভেজ্জাজিভা শনিবার সম্পুর্ণভাবে প্রত্যাখ্যান করেন৷ তিনি বলেন, হুমকির মুখে কোন আলোচনা অনুষ্ঠিত হবে না৷ বিক্ষোভকারীরা ৩০ দিনের মধ্যে সংসদ ভেঙে, ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে৷ এই প্রস্তাবের ভিত্তিতেই তারা সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল৷

একথা বলার অপেক্ষা রাখে না যে ব্যাংককে তুমুল উত্তেজনা বিরাজ করছে৷ ছড়িয়ে পড়ছে নানা গুজব৷ দেখা দিয়েছে ভয় পাওয়ার মত পরিবেশ৷ সেখানকার পরিস্থিতি দেখে অনেক সময় মনে হতে পারে সেনাবাহিনী এবং পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না৷ তাদের এক সঙ্গে কাজ করার প্রবণতাও দেখা যাচ্ছে৷ আবার অনেক সময় মনে হতে পারে সমর্থকদের ওপর বিক্ষোভকারীদের তেমন একটা নিয়ন্ত্রণ নেই৷

সঙ্কট মোকাবিলায় বিপাকে অপিসিৎ

প্রতিটি দিক থেকে প্রধানমন্ত্রী অপিসিৎ ভেজ্জাজিভা এখন রয়েছেন প্রচন্ড চাপের মধ্যে৷ তাঁর দলের বিরুদ্ধে তহবিল অনিয়মের অভিযোগও এনেছে একটি নির্বাচক পর্যবেক্ষক দল৷ তাঁর ছয়টি দলের ভঙ্গুর কোয়ালিশনে হতাশা বাড়ছে৷

থাইল্যান্ডে ১৯৩২ সাল থেকে এই পর্যন্ত ২৪টি সফল অভ্যুত্থান অথবা অভ্যুত্থান প্রচেষ্টার ইতিহাস রয়েছে৷ এবং এবারও এই সম্ভাবনা পুরোপুরি বাদ দিচ্ছেননা পর্যবেক্ষক মহলের কেউ কেউ ৷ সেনাবাহিনীর ভেতরেও চাপা গুঞ্জন৷ প্রশ্ন - পরিস্থিতি কী সত্যিই সেদিকে মোড় নিচ্ছে?

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক