1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার ‘জবাব' দেবে ইসরায়েল

৯ জুন ২০১৬

ইসরায়েলের রাজধানী তেল আভিভে বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে৷ দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ইরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘জবাব দেয়া হবে৷''

https://p.dw.com/p/1J3V6
Israel Anschlag in Tel Aviv
ছবি: Getty Images/AFP/J. Guez

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, ‘‘তারা (সন্ত্রাসী) আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে৷ আমরা এর জবাব দেবো৷'' বন্দুকধারীদের এ হামলাকে ‘ঠান্ডা মাথায় খুন' বলেও অভিহিত করেছেন তিনি৷

বুধবার রাতে তেল আভিভের স্যারোনা কমপ্লেক্সের এক রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত নয়টার দিকে চালানো হয় এ হামলা৷ রেস্তোরাঁয় আগতরা তখন রাতের খাবার খাচ্ছিলেন৷ দুই বন্দুকধারী তখন হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে৷ স্যারোনার পরিচালক জানান, কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালানোয় হামলাকারীরা আরো বড় হত্যাযজ্ঞ চালাতে পারেনি৷

পুলিশ জানিয়েছে, হামলাকারী দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে৷ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আটক দুই ব্যক্তি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম ইয়াত্তার বাসিন্দা৷

Four killed in shooting at Tel Aviv nightspot

২০১৫ সালের অক্টোবর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনে সহিংসতা আবার বাড়তে শুরু করেছে৷ গত আট মাসে ২০৭ জন ফিলিস্তিনি, ২৮ জন ইসরায়েলি, দুজন আর্মেনীয়, একজন ইরিত্রীয় এবং এক সুদানি মারা গেছেন৷

এদিকে তেল আভিভে বুধবার রাতের হামলাকে ‘বীরোচিত কাজ' বলেছে হামাস৷ গাজায় ক্ষমতাসীন এই সংগঠনটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘‘আরো বিস্ময় অপেক্ষা করছে৷'' তবে বুধবার রাতের হামলার দায় স্বীকার করেনি হামাস৷

হামলা সম্পর্কে তাদের এই প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ৷ মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে জাতিসংঘের বিশেষ সমন্বয়ক নিকোলাই ম্লাদেনভ হামাসের এমন প্রতিক্রিয়ায় ‘বিস্মিত' হয়েছেন জানিয়ে বলেছেন, ‘‘সবাইকে অবশ্যই সহিংসতার বিপরীতে অবস্থান নিতে হবে৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য