1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তেরে বিন লাদেন' পাকিস্তানে দেখানো উচিত: আলী জাফর

২৩ জুলাই ২০১০

ছবির নায়ক পাকিস্তানি, কিন্তু ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ৷ নায়ক আলী জাফর দেশের নেতাদের বললেন, দেশের সব নাগরিকের ছবিটি দেখা উচিত৷

https://p.dw.com/p/OSCV
আসল লাদেন ছবিটি দেখলে কী বলতেন?ছবি: AP

বলিউডের ছবি ‘তেরে বিন লাদেন'কে কেন্দ্র করে বিতর্ক থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ ভারতের বাইরে অনেক দেশেই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানও৷ এদিকে ছবির নায়কই আবার পাকিস্তানি, নাম আলী জাফর৷ জনপ্রিয় এই কৌতুক অভিনেতা ও পপ গায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন৷

গত সপ্তাহেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু সেন্সর বোর্ড তা থামিয়ে দেয়৷ আলী জাফর সেন্সর কর্তৃপক্ষের প্রতি আস্থা জানিয়েও বলেছেন, ‘‘প্রত্যেক পাকিস্তানি নাগরিকের এই ছবিটি দেখা উচিত৷ কারণ ছবিটিতে পাকিস্তানের পক্ষেই বক্তব্য রাখা হয়েছে৷ বেশ হাল্কা কৌতুকের মোড়কের মধ্যে আমাদের সমস্যাগুলিই তুলে ধরা হয়েছে৷''

ছবিটির প্রেক্ষাপট বেশ মজার৷ এক তরুণ পাকিস্তানি সাংবাদিক পাকাপাকিভাবে মার্কিন মূলুকে পাড়ি দিতে চান৷ কিন্তু ভিসা পাওয়া তো সোজা নয়৷ অতএব ফন্দি আঁটলেন তিনি৷ খুঁজে পেলেন এক মুর্গি পালককে, যাকে দেখতে হুবহু আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মতো৷ তাঁর সঙ্গে সাক্ষাৎকার করে রাতারাতি বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখলেন তিনি৷

পাকিস্তান সেন্সর বোর্ড মনে করে, ছবিটিতে পাকিস্তানি সমাজ ও ইসলাম ধর্ম সম্পর্কে মস্করা করা হয়েছে, বিন লাদেন'কে ভিতু ও অদ্ভুত মানুষ হিসেবে দেখানো হয়েছে৷ ফলে পাকিস্তানের কট্টরপন্থী ও মৌলবাদী শক্তি ছবিটিকে নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠতে পারে৷ সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক