1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুর্কি বক্সিং ক্লাবে পুলিশি অভিযান

১৭ মার্চ ২০১৮

মূলত তুর্কিদের তৈরি ওসমানিয়া বক্সিং ক্লাব৷ জার্মানিতে তাদের অনেক শাখা৷ সেখানে নাকি বক্সিংয়ের আড়ালে চলছে অপরাধমূলক কাজকর্ম৷ ক্লাবগুলিতে অভিযান চালিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/2uR2n
ছবি: picture alliance/dpa/P. Zinken

জার্মানির বেশ কিছু অঞ্চলে এতদিন তাদের নিয়ে বহু আলোচনা হয়েছে৷ বহু সাধারণ নাগরিকই বক্সিং ক্লাবগুলোর পাশ দিয়ে যাতায়াত করতেন না৷ অভিযোগও জমছিল প্রচুর৷ শেষ পর্যন্ত শুরু হলো পুলিশি অভিযান৷ জার্মানির বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০টি বক্সিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র, মাদক, নিষিদ্ধ কাগজপত্র উদ্ধার করেছে৷ এই ৬০টি ক্লাবই ওসমানিয়া বক্সিং গ্যাংয়ের অংশ৷

২০১৫ সালে জার্মানি জুড়ে ওসমানিয়া বক্সিং গ্যাং তৈরি হয়৷ অভিযোগ, বক্সিং ক্লাব হিসেবে রেজিস্ট্রেশন করালেও তার পিছনে নানা অপরাধমূলক কাজকর্ম চালায় তুর্কি তরুণরা৷ অভিযোগ, দাঙ্গা-হাঙ্গামা, অশ্লীল আচরণ, মাদকপাচার, যৌন ব্যবসায় দালালি ইত্যাদি নানারকম অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত ছিল৷ জার্মানির বেশ কিছু এলাকা নিজেদের দখলে নেওয়ারও চেষ্টা করছিল তারা৷ অভিযোগ, বহু জার্মান নাগরিক ওসমানিয়া গ্যাংয়ের এলাকা দিয়ে যাতায়াত করতে ভয় পেতেন৷ গ্যাংয়ের ৮ সদস্যের বিরুদ্ধে নানারকম অপরাধমূলক কাজের মামলা চলছে স্টুটগার্টে৷

মঙ্গলবার প্রায় এক হাজার জনের একটি টিম নিয়ে ওসমানিয়া গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করে জার্মান পুলিশ৷ কোলন থেকে এসেন, সর্বত্র চলে অভিযান৷ বাজেয়াপ্ত করা হয় তাদের কম্পিউটারের হার্ডড্রাইভ৷ প্রতিটি ক্লাব থেকেই প্রচুর নিষিদ্ধ জিনিস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও প্রয়োজনে অভিযান চালানো হবে৷ বস্তুত, ওসমানিয়া বক্সিং গ্যাং মূলত তুর্কি মানুষদের একটি সংগঠন৷ অভিযোগ, ওই গ্যাংয়ের তরফ থেকে জাতীয়তাবাদী এবং উগ্র দক্ষিণপন্থি কথাবার্তা প্রচার করা হতো৷ এরদোয়ান সরকারের সঙ্গেও তাদের যোগাযোগের প্রমাণ মিলেছে৷

জার্মান সরকার জানিয়েছে, জার্মানিতে এ ধরনের ক্রিয়াকলাপের সঙ্গে কোনোভাবেই যুক্ত হওয়া যাবে না৷ অপরাধমূলক কাজ করলে কড়া শাস্তি পেতে হবে৷

এসজি/এসিবি (ডিডাব্লিউ)

প্রতিবেদনটি নিয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷