1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের দ্বার আরও উন্মুক্ত হচ্ছে

৫ মে ২০১৬

ইউরোপীয় ইউনিয়ন কি তুরস্কের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে, সে দেশের সরকারের নানা বিতর্কিত পদক্ষেপ সত্ত্বেও তুরস্কের নাগরিকদের ভিসা ছাড়াই ইউরোপে প্রবেশের সুযোগ করে দিতে চলেছে?

https://p.dw.com/p/1Iibg
ভবিষ্ভিযতে সা ছাড়াই ইউরোপে প্রবেশ করতে পারবেন তুর্কি নাগরিকরা
ছবি: Getty Images/C. McGrath

সিরিয়ার সংকটের ফলে ইউরোপে শরণার্থীদের যে ঢল নেমেছিল, তা সামাল দিতে নাস্তানাবুদ হয়ে পড়েছিলেন ইইউ নেতারা৷ শেষ পর্যন্ত তুরস্কের সঙ্গে এক চুক্তির মাধ্যমে শরণার্থীদের ইউরোপে সীমান্তেই আটকে দেবার ব্যবস্থা করা সম্ভব হলো৷ বিশাল আর্থিক অঙ্কের বিনিমিয়ে অর্জিত এই চুক্তির সমালোচকের অভাব নেই৷ তবে শুধু অর্থ নয়, শরণার্থীদের ঢল সামলানোর দায়িত্বের বদলে তুরস্ক ইউরোপের কাছ থেকে আরও অনেক সুবিধা আদায় করার জোরালো উদ্যোগ চালিয়ে যাচ্ছে৷ এই বোঝাপড়ার আওতায় ইউরোপে সংক্ষিপ্ত ভ্রমণের ক্ষেত্রে তুরস্কের নাগরিকদের ভিসার আর প্রয়োজন হবে না৷ তুরস্ক কয়েকটি শর্ত পূরণ করলে চলতি বছরই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে৷

তুরস্কও এই সব শর্ত পূরণে যথেষ্ট উদ্যোগ দেখাচ্ছে বলে দাবি করছে৷

অন্যদিকে প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের নেতৃত্বে তুরস্ক ধীরে ধীরে গণতান্ত্রিক মূল্যবোধ ছেড়ে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলেছে বলে বার বার অভিযোগ করছে একাধিক মহল৷

প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে মতপার্থক্যের জের ধরে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে আহমেত দাভুতোগলু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে৷

এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় নেতারা রোমে শরণার্থী সংকট নিয়ে আলোচনায় বসছেন৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য