1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিনটি এলাকা দখল করে পঞ্জশিরে তালেবান

২৪ আগস্ট ২০২১

পঞ্জশিরে পৌঁছে গেল তালেবান। তার আগে তিনটি এলাকা তারা দখল করেছে।

https://p.dw.com/p/3zP4i
পঞ্জশিরে লড়াইয়ের জন্য তৈরি মাসুদ বাহিনী ও আফগান সেনার একাংশ। ছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

পঞ্জশির উপত্যকার কাছে অবস্থান নিয়ে নিল তালেবান। তার আগে তারা উত্তর আফগানিস্তানের তিনটি জেলা স্থানীয় মিলিশিয়া গোষ্ঠাীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার আর কোনো লড়াইয়ের খবর নেই।

তিনটি জেলা বানো, দেহ সালেহ, পুল-ই-হেসার স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালেবান। গত ১৫ অগাস্ট কাবুল দখল করার পর এই প্রথম তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলি। কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালেবান এলাকাগুলি দখল করে নেয়। 

Infografik Wer kontrolliert Afghanistan 21.8.2021 EN
আফগানিস্তানে কে কোন এলাকা দখলে রেখেছে।

প্রয়াত মুজাহিদিন কম্যান্ডার আহমেদ শাহ মাসুদের এলাকা হলো পঞ্জশির। প্রথমে সোভিয়েত ইউনিয়ন ও পরে তালেবান আক্রমণ করেও পঞ্জশির দখল করতে পারেনি। এখন তার ছেলে বাবার অনুগত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। আফগান সেনার একটা অংশও তার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তালেবান বাহিনী আক্রমণ করলে তা প্রতিরোধ করা হবে। বেশ কয়েক হাজার তালেবান ফৌজ এখানে এসেছে। ফলে এবার লড়াই বেশ কঠিন। তালেবান জানিয়েছে, তারা পঞ্জশিরকে ঘিরে ফেলেছে।

তালেবান বাহিনী পঞ্জশির দখল করতে পারবে না কি অতীতের পুনরাবৃত্তি হবে, তা এখন দেখার।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)