1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন আর ক্ষতিপূরণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ ডিসেম্বর ২০১২

তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনার পর শ্রমিকদের বেতনসহ বকেয়া পাওনা পরিশোধ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে সুনাম রয়েছে, সারা বিশ্বে তা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে৷

https://p.dw.com/p/16wGq
A worker visits a burnt garment factory after a fire which killed more than a hundred people, in Savar November 26, 2012. Thousands of angry textile workers demonstrated in the outskirts of Dhaka on Monday after a fire swept through a garment workshop at the weekend, killing more than 100 people in Bangladesh's worst-ever factory blaze. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: DISASTER BUSINESS EMPLOYMENT TEXTILE)
ছবি: Reuters

আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস-এ গত ২৪শে নভেম্বর আগুন লেগে ১১০ জন শ্রমিক মারা যান৷ তারপর থেকে কারাখানাটি বন্ধ আছে৷ কর্তৃপক্ষ ইতিমধ্যেই কারখানা ভবনটি ভেঙে ফেলার নোটিস দিয়েছে৷ আর কারাখানাটি নতুন করে চালু হবে কিনা, হলে তা কবে – কেউ তা বলতে পারছে না৷ আর এ নিয়ে শ্রমিকদের মধ্যে রয়েছে হতাশা৷

Relatives mourn the death of a garment worker after a devastating fire in a garment factory in Savar November 25, 2012. A fire swept through Tazreen Fashion factory in the Ashulia industrial belt of Dhaka, on the outskirts of Bangladesh's capital killing more than 100 people, the fire brigade said on Sunday, in the country's worst ever factory blaze. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: DISASTER BUSINESS EMPLOYMENT TPX IMAGES OF THE DAY)
আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস-এ গত ২৪শে নভেম্বর আগুন লেগে ১১০ জন শ্রমিক মারা যানছবি: Reuters

এ অবস্থায় বুধবার কারাখানা কর্তৃপক্ষ অবশ্য শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেছে৷ মোট ১৩১৮ জন শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়েছে এ দিন৷ তাঁদের মধ্যে ৯৯০ জন আগুন লাগার সময় কারখানায় কর্মরত ছিলেন৷ এছাড়া, ৩২৮ জন আগেই চাকরি ছেড়ে চলে যান৷ যাঁদের চাকরির বয়স এক বছরের বেশি, তাঁদের চলতি বেতনসহ বাড়তি চার মাসের বেতন দেয়া হয়েছে৷ আর যাঁদের চাকরির বয়স এক বছরের কম, তাঁদের দেয়া হয়েছে বকেয়াসহ বাড়তি এক মাসের বেতন৷ শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু আশুলিয়ায় উপস্থিত থেকে তাঁদের বেতনের টাকা দেন৷

এদিকে ঢাকায় ‘পজিশনিং বাংলাদেশ, ব্র্যান্ডিং ফর বিজনেস' শিরোনামে এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের শিল্পের সুনাম ধরে রাখতে হবে৷ বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে সুনাম গড়ে উঠেছে তা যাতে নষ্ট না হয়, সে জন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি৷

তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়৷ বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি উৎকৃষ্ট জায়গা৷ এখানে বিনিয়োগের অবকাঠামোসহ সব ধরনের ইতিবাচক পরিবেশ গড়ে উঠেছে৷ তাই বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি৷

এদিকে আগুনের পর আশুলিয়াল তৈরি পোশাক কারখানগুলো শান্ত হতে শুরু করেছে৷ বুধবার ঐ এলাকার সব কারখানা খোলা ছিল এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলেও খবর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য