1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাক লাগানো এক তরুণী জিমনাস্ট

১৬ জানুয়ারি ২০১৯

জিমনাস্টিকসে ‘পারফেক্ট টেন', অর্থাৎ দশে দশ স্কোর প্রায় অসম্ভব৷ এমন কৃতিত্ব ইতিহাসে এখনো বিরল৷ আর এমন ‘অসাধ্য' সাধন করেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণী ক্যাটেলিন ওহাশি৷

https://p.dw.com/p/3BcRj
Frankreich Gymnastik
ছবি: Reuters/J. P. Pelissier

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যাটেলিন ওহাশি৷ তিনি একজন জিমনাস্টও৷ সম্প্রতি, তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে৷

ভিডিওটিতে তাঁকে  মাইকেল জ্যাকসনের গানের সাথে অত্যন্ত কঠিন একটি ‘জিমনাস্টিক রুটিন' করতে দেখা যাচ্ছে৷ এই রুটিনের ভিত্তিতেই বিচারকেরা ক্যাটেলিনকে ‘পারফেক্ট টেন', অর্থাৎ দশে দশ নম্বর দিয়েছেন, যা জিমনাস্টিক জগতে বিরল৷

পাশাপাশি আলোচনায় উঠে আসছে এই রুটিনের সাথে  মার্কিন তারকা টিনা টার্নারের বিখ্যাত নাচের মুদ্রার মিলের কথাও৷

ক্যাটেলিনের ভিডিও যে শুধু সোশাল মিডিয়ায় আলোচিত হচ্ছে, তা নয়, টুইটারেও তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে৷

ইতিমধ্যে অ্যামেরিকান সাংসদ কমলা হ্যারিসসহ অনেক রাজনীতিবিদও ক্যাটেলিনকে তুলে ধরছেন তরুণ প্রজন্মের উদাহরণ হিসাবে৷

উল্লেখ্য, ২০১৩ সালে চোট পাওয়ার পর পেশাদার জিমনাস্টিকস থেকে সরে যান ক্যাটেলিন৷ ২০১৫ সালে সেরে উঠে যোগ দেন কলেজ পর্যায়ের জিমনাস্টিকসে৷

চোটের ফলে মাঝপথে থেমে গিয়ে আবার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়া ক্যাটেলিনের এই ভিডিও টুইটারে প্রায় ৩২ লক্ষ বার দেখা হয়েছে৷

ফলে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখেও ‘পারফেক্ট ১০' পেলেন ক্যাটেলিন৷

এসএস/এসিবি