1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাঁরা মাঠে চান মারাদোনাকে

৫ ডিসেম্বর ২০১৩

প্রায় ৫০ বছর ধরে অস্ত্রের জোরে পরিবর্তন আনার চেষ্টা করেছেন তাঁরা৷ কলম্বিয়ার মার্কসবাদী বিদ্রোহী সংগঠন ‘ফার্ক’ এবার শান্তির জন্য নামছে ফুটবল মাঠে৷ ম্যাচে ডিয়েগো মারাদোনাকেও চায় তাঁরা!

https://p.dw.com/p/1ASwB
Maradona in Neapel 26.02.2013
ছবি: Reuters

মার্কস-লেলিনবাদী সংগঠনটির নাম রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (এফএআরসি) বা ফার্ক৷ গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৪ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করছে তাঁরা৷ ফার্ক আর কলম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বিরোধে এ পর্যন্ত ২ লক্ষ প্রাণ ঝরেছে৷ এখন মার্কসবাদী সংগঠন এবং কলম্বিয়া সরকার, অর্থাৎ দু পক্ষই শান্তি চায়৷ তাই প্রায় এক বছর ধরে প্রতিবেশী দেশ কিউবায় চলছে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা৷ এ আলোচনার গুরুত্ব বাড়াতে এবং আলোচনার কথা বিশ্বের সবাইকে জানাতে অবশেষে ফুটবলের দিকে হাত বাড়ানো হয়েছে৷

ফার্ক মনে করছে, ফুটবল খুব জনপ্রিয় বলে চলমান শান্তি আলোচনা উপলক্ষে তারকাদের নিয়ে একটা ম্যাচের আয়োজন করলে সে ম্যাচে আগ্রহ দেখাবেন কোটি কোটি ফুটবলামোদী৷ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে, ম্যাচের খবর নিতে গিয়ে শান্তি আলোচনার বিষয়েও অনেক কিছু জানতে পারবেন তাঁরা৷ সে কথা ভেবেই সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গড়া একটি দলের বিপক্ষে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে ফার্ক৷

সাবেক ফুটবলারদের দলটি গড়ার দায়িত্বে রয়েছেন কলম্বিয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক কার্লোস ভালদেরামা৷ কিউবায় একটা ম্যাচ খেলার জন্য তিনিই অনুরোধ জানিয়েছেন মারাদোনাকে৷ কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো মারাদোনার বন্ধু৷ কিউবায় চিকিৎসা করিয়ে বলতে গেলে নতুন জীবনই ফিরে পেয়েছেন আর্জেন্টিনাকে '৮৬-র বিশ্বকাপ জেতানো জীবন্ত কিংবদন্তি মারাদোনা৷ ছুটি কাটাতে কিংবা অন্য প্রয়োজনে প্রায়ই কিউবায় যান তিনি৷ একটি অন্যরকম ফুটবল ম্যাচে অংশ নেয়ার জন্যও কি যাবেন? ডিয়েগো মারাদোনার মতামত এখনো জানা যায়নি৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য