1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণ জার্মানদের দলে ভেড়াতে চায় রেয়াল মাদ্রিদ

১৮ জুলাই ২০১০

বিশ্বকাপে তরুণ জার্মান দলের সাফল্য ছিল ঈর্ষণীয়৷ যদিও শেষ অবধি কাপ জেতা হয়নি, তারপরও জার্মান তরুণদের চাহিদা বেড়েছে ব্যাপক৷ খোদ রেয়াল মাদ্রিদের নতুন কোচ জানালেন, জার্মান বিশ্বকাপ স্কোয়াডের কয়েক তরুণকে দলে চান তিনি৷

https://p.dw.com/p/OO9p
রেয়ালের কোচ জোসে মোরিনিয়োছবি: AP

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোচ জোসে মোরিনিয়ো৷ ইউরোপের একের পর এক ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া এই কোচ, শুক্রবার থেকে কাজ শুরু করেছেন রেয়াল মাদ্রিদের সঙ্গে৷ নতুন কাজের শুরুতেই মোরিনিয়ো জানালেন, বিশ্বকাপে জার্মান তরুণ দলের খেলা দেখে মুগ্ধ তিনি৷ আর তাই, ইওয়াখিম ল্যোভের গোটা কয়েক শিষ্যকে চাই তাঁর৷

এই মুহূর্তে মোরিনিয়োর নজর জার্মান তারকা সামি খাদিরার দিকে৷ স্টুটগার্ডের এই খেলোয়াড় বুধবারই উড়ে গেছেন মাদ্রিদে, জোসে মোরিনিয়োর সঙ্গে একান্তে কথা বলতে৷ এখন পর্যন্ত যা খবর, তাতে রক্ষণশীল মধ্যমাঠের তারকা খাদিরাকে দলে ভেড়াতে ১০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচে রাজি রেয়াল৷

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Spiel um Platz 3 Deutschland Uruguay
তরুণ জার্মান দলের কয়েকজনকে চান জোসে মোরিনিয়োছবি: AP

মাদ্রিদের খেলোধুলা বিষয়ক দৈনিক এএস জানাচ্ছে, খাদিরার পর রেয়ালের আগ্রহ মেসুত ওজিল-এর দিকে৷ তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের দুই তারকা বাস্টিয়ান শোয়াইনস্টাইগার এবং থমাস ম্যুলারও৷

অবশ্য অপর দৈনিক মার্কা জানাচ্ছে আরো এক খেলোয়াড়ের নাম৷ তিনি বায়ার্নের মারিও গোমেজ৷ বিশ্বকাপে তিনি ছিলেন জার্মান দলের ‘রিজার্ভ' খেলোয়াড়৷ অবশ্য রেয়ালের অভিজ্ঞ অধিনায়ক রাউল বিদায় নেবার পর সম্ভবত গোমেজ সেদলে সুযোগ পেতে পারেন৷

রেয়াল মাদ্রিদে জার্মান তারকাদের খেলার ইতিহাস নতুন নয়৷ শারীরিকভাবে শক্তিশালী, কারিগরি দিক দিয়ে দক্ষ আর কঠোর পরিশ্রমী হওয়ায় স্প্যানিশ এই ক্লাবে জার্মান খেলোয়াড়দের কদর সবসময়৷ সে তুলনায়, প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বাড়তি আগ্রহ ডাচদের দিকে৷

উল্লেখ্য, জোসে মোরিনিয়ো হচ্ছেন গত সাত বছরে রেয়ালের একাদশ কোচ৷ তাঁর সঙ্গে অবশ্য এই ক্লাবের চুক্তি ৪ বছরের৷ তবে, শুরুতেই জোসে মোরিনিয়োকে নজর দিতে হচ্ছে রেয়ালের সাফল্য পুনরুদ্ধারের দিকে৷ অকপটে তিনি বলেও ফেলেছেন, বিশ্বের সেরা ক্লাব ২-৩ বছর কোন বড় সাফল্য ছাড়া চলতে পারে না৷ আপাতত তাই লা লিগায় রেয়ালকে আবারো শীর্ষে চান জোসে মোরিনিয়ো৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম