তরুণদের বিকশিত হওয়ার পথ না থাকায় জঙ্গিবাদের উত্থান | পাঠক ভাবনা | DW | 26.06.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

তরুণদের বিকশিত হওয়ার পথ না থাকায় জঙ্গিবাদের উত্থান

সাধারণ শিক্ষার্থীদের জঙ্গিবাদে বেশি জড়ানোর তথ্যটি উঠে এসেছে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের গবেষণায়৷ এ বিষয়ে লেখা প্রতিবেদনটি পড়ে  ডয়চে ভেলের পাঠকদের কেউ কেউ তা বিশ্বাস করেন না, আর সেকথাই তারা তুলে ধরেছেন ফেসবুক পাতায়৷

 ‘‘কারা এমন গবেষণা করেছেন,  ভুল!  জঙ্গি অলৌকিক কোনো কিছু নয়৷ তরুণদের সামনে নিজেকে বিকশিত করার কোনো পথ নেই বলেই জঙ্গিবাদের উত্থান ঘটে৷ জঙ্গি পরাজিত করার একমাত্র উপায় যার যার প্রয়োজন অনুযায়ী উন্মুক্ত পরিবেশ৷'' বাংলাদেশে শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়ানোর কারণ নিয়ে ওপরের মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের পাঠক সেলিনা ইয়াসমিন শেলী৷

ডয়চে ভেলের পাঠক জাহাঙ্গীরও কিন্তু বিশ্বাস করেন না যে  সাধারণ শিক্ষার্থীরা জঙ্গিবাদে বেশি জড়ায়৷ তিনি লিখেছেন , ‘‘এটা মিথ্যা কথা৷'' তিনি মনে করেন, ‘‘যারা ইসলাম বোঝে তারা কখনো জঙ্গিবাদে জড়ায় না৷ আমার দৃঢ় বিশ্বাস, যারা ইসলাম বোঝে না, তাদের দিয়ে এসব করানো হয়৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন