1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হবে না

২৯ সেপ্টেম্বর ২০১০

পাবনায় সরকার সমর্থকদের দাবি মেনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বদলি করা হল৷ অন্যদিকে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিলেন৷ এই দুটি খবর আজ বাংলাদেশের সবগুলো সংবাদ পত্রে গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/PPIN
Sheikh Hasina
ছবি: Mustafiz Mamun

পাবনার প্রশাসনে বদলি

সরকারের নির্দেশে মঙ্গলবার পাবনার জেলা প্রশাসক ড. এএসএম মনজুর কাদের ও পুলিশ সুপার জামিল আহমেদকে প্রত্যাহার করা হয়েছে৷ এই খবরটিকে শীর্ষ সংবাদ করেছে ইত্তেফাক, সমকাল, কালের কন্ঠ ও যুগান্তর৷ যুগান্তরের প্রতিবেদনে জানানো হয়েছে যে জেলা প্রশাসককে সংস্থাপন মন্ত্রণালয়ে এবং পুলিশ সুপারকে সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়েছে৷ অন্যদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পাবনায় সরকারি নিয়োগ পরীক্ষা চলাকালে ছাত্রলীগ সেখানে হামলা চালায়৷ এসময় সরকার সমর্থক নেতাকর্মীদের হাতে বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া যায়৷ যদিও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে লাঞ্ছিত করার মত কোন ঘটনা ঘটেনি৷ এই ঘটনায় পাবনার প্রশাসন ও সরকার সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা চলে আসছিল৷

তত্ত্বাবধায়ক সরকার থাকছে

এই খবরটিও বেশ গুরুত্ব পেয়েছে আজকের সংবাদপত্রগুলোতে৷ মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে জানিয়েছেন যে সংবিধানে থাকা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের কোন পরিকল্পনা নেই৷ কালের কন্ঠে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে গত দুই বছরের অন্তর্বর্তী শাসনামলের তিক্ত অভিজ্ঞতায় সবাই বিরক্ত৷ তবে এই পদ্ধতি পরিবর্তনের চিন্তাভাবনা আমাদের নেই৷

তালেবান হুমকি

বাংলাদেশ সরকারের প্রতি তালেবান গোষ্ঠী যে হুমকি দিয়েছে সেটি উঠে এসেছে অনেক সংবাদ পত্রে৷ যেমন ডেলি স্টার এবং আমার দেশ এই খবরটিকে তাদের মূল খবর করেছে৷ আফগানিস্তানে সেনা পাঠানোর বিরুদ্ধে তালেবান গোষ্ঠীর নতুন এই হুমকির ব্যাপারে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ ডেলি স্টার জানিয়েছে, এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি৷ এছাড়া এই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতও ছেপেছে পত্রিকাগুলো৷ বিশেষজ্ঞদের মতামত, তালেবান হুমকিতে বাংলাদেশের কিছু আসে যায় না৷ তবে এই ধরণের স্পর্শকাতর বিষয়ে না জড়ানোই উচিত৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য