1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো সম্পর্কে একমত সংসদীয় কমিটি

৩০ মার্চ ২০১১

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন করার ব্যাপারে একমত সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি৷ তারা তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির ক্ষমতাও নিয়ন্ত্রণের পক্ষে৷

https://p.dw.com/p/10k8P
সংসদীয় কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়ছবি: DW/Harun Ur Rashid Swapan

রাষ্ট্রপতি যাতে জরুরি অবস্থা জারি করতে না পারেন, সেবিষয়েও বিধান রাখার সুপারিশ করবে কমিটি৷ আর কমিটি মনে করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনন্তকাল ধরে চলতে পারেনা৷

সংসদীয় কমিটির আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়৷ কমিটির সদস্যরা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী কোন ব্যবস্থা হতে পারেনা৷ এই ব্যবস্থা আর কতদিন থাকবে তা এখনই নির্দিষ্ট করে দিতে হবে৷ যা সাংবাদিকদের জানান কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷

কমিটি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন বেধে দেয়ার সুপারিশ করবে৷ প্রয়োজন হলে তা আরো ৩০ দিন বাড়ানো যেতে পারে৷ আর তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রিত করতে হবে৷ রাষ্ট্রপতি যেন জরুরি অবস্থা জারি করতে না পারেন সেই বিধান থাকতে হবে৷

সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানান সংসদে ৯০ কার্যদিবসের পরিবর্তে ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্য পদ খারিজের বিধান করা হবে৷ আর নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার সুপারিশ করা হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন