ঢেলে সাজানো হয়েছে | পাঠক ভাবনা | DW | 04.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঢেলে সাজানো হয়েছে

ওয়েবসাইট নতুন করে ঢেলে সাজানো হয়েছে, ভালো লাগছে৷ ভালো লাগলো জার্মানির কেন্দ্রস্থলে অভিযাত্রা, ফেসবুকের ...

নতুন সাজ৷ পাকিস্তানের ভয়াবহ বন্যা শিরোনামের ছবিগুলো নির্মম সত্য৷ আফগানিস্তানে মেয়ে হয়ে জন্মানো কী পাপ? ছবিসহ প্রতিবেদনটি মর্মান্তিক৷ শুভেচ্ছাসহ, চৈতালী ও ডাঃ সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

গতকালের অনুষ্ঠানে জার্মানিতে ধুমপান বিরোধী আন্দোলন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা ভালো লাগলো৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া, ভারত৷

গতকাল রাতের অধিবেশনে পাকিস্তানের সহিংস ঘটনার ওপর রিপোর্ট, ঢাকায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনারের ওপর রিপোর্ট, রাশিয়ার দাবানল পরিস্থিতির ওপরএবং জাকার্তায় মিলেনিয়াম সেমিনারের ওপর রিপোর্টটি শুনে আমরা খুশি হয়েছি৷ তবে পুনঃপ্রচারিত ফিচার পর্ব দু’টি আমাদের ভাল লাগেনি৷ জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ ২১০ কোটি টাকার যে আর্থিক অনুদান পেতে যাচ্ছে - এতে আমি মোটেও সন্তুষ্ট নই৷ তার কারণ এই আর্থিক অনুদানেই কি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলোর সমাধান হয়ে যাবে? ওয়েবসাইটের বিজ্ঞান জগতের নতুন নতুন তথ্যগুলো পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম৷ সমাজ জীবন পর্বে সময়োপযোগী চমৎকার সব ফিচারগুলো পড়ে দারুণ খুশি হলাম এই জন্য আমি ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই৷ শুভেচ্ছান্তে- মোখলেসুর রহমান,কুষ্টিয়া, বাংলাদেশ৷

গতকালের ক্যাম্পাস পরিবেশনায় জার্মানির সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের কথা জেনে ভালো লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ডয়চে ভেলের সংবাদ বস্তুনিষ্ঠ ও ন্যায়ের পক্ষে, তাইতো আমি বলি ডয়চে ভেলে, সংবাদের শীর্ষে৷ আমি ডয়চে ভেলেকে মনেপ্রাণে ভালোবাসি৷ নজরুল ইসলাম, পাকুল্যা ভাঙ্গাপাড়া, টাঙ্গাইল, বাংলাদেশ৷

আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক৷ দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি, বর্তমানের দুটি অধিবেশনে শ্রোতাদের যত ধরনের চাওয়া পাওয়া ছিলো তা পরিপূর্ণতা পেয়েছে৷ ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে৷ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, পূর্ব গোয়ালু, রংপুর সদর, রংপুর, বাংলাদেশ৷