1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলছে থেমে থেমে

১৬ জুলাই ২০২১

লকডাউন তুলে নেওয়ায় কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে৷

https://p.dw.com/p/3wYwg
প্রতীকী ছবিছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকার সড়কে যানবাহন চলছে থেমে থেমে৷

সারাদেশে লকডাউনের বিধিনিষেধ উঠে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে ফলে মহাসড়কও আগের ব্যস্ত চেহারায় ফিরে গেছে৷

গাবতলী বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবিধি মানতে অর্ধেক সিট খালি রাখা হচ্ছে৷ চাপ বেশি থাকায় যাত্রীর বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে টার্মিনালে বা রাস্তায়৷

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন চলছে বলে জানায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ৷ বাস, ট্রাক, গরুবাহী গাড়ির কারণে  রাস্তায় বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে যানজট৷

তবে মহাসড়ক সচল রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য