1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ভূমি দস্যুরা সরকারকে হুমকি দিচ্ছে

১৪ জুন ২০১০

দখল হয়ে যাওয়া জলাধার ও জলাভূমি উদ্ধারের উদ্যোগ নেয়ায় সরকারকে ভূমিদস্যুরা হুমকি দিচ্ছে বলে সংসদকে জানিয়েছেন পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান৷ তিনি বলেছেন, দখলদারদের অবশ্যই যেকোন মূল্যে উচ্ছেদ করা হবে৷

https://p.dw.com/p/Nqax
ঢাকার মত ঘনবসতিপূর্ণ শহরে জমির জবরদখল একটা বাড়তি সমস্যাছবি: picture-alliance/ dpa

রাজধানীর দখল হয়ে যাওয়া জলাভূমি এবং হাওর-বাওর উদ্ধার নিয়ে হাউজিং ও ডেভেলপার কোম্পানির মালিকদের সঙ্গে সচিবালয়ে উত্তপ্ত বিতর্কের একদিন পর সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ভূমিদস্যুদের বিরুদ্ধে তার সরকারের অবস্থান আরও স্পষ্ট করেছেন৷ তিনি বলেছেন ভূমি দস্যুরা খাল, বিল জলাশয় সব কিছু দখল করে নিচ্ছে৷ তারা দু'এক কাঠা জমি কিনে চটকদার বিজ্ঞাপন দিয়ে শত শত ভুয়া প্লট বিক্রি করে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করছে৷

পূর্ত প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ওইসব জলাধার ও জলাশয় উদ্ধারের উদ্যোগ নেয়ার ভূমি দস্যুরা সরকারকে হুমকি দিচ্ছে৷ তাদের এই ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যাচ্ছে৷ তিনি জানান, শুধু হাওর বাওর দখল নয়, প্রতারক চক্র সরকারের আরও কোটি টাকার সম্পদ দখল করে নিচ্ছে৷ তার বিরুদ্ধেও তিনি লড়াই করছেন৷ জানা গেছে সংসদীয় কমিটি ইতিমধ্যেই দখলদারদের তালিকা তৈরি করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন