ডয়চে ভেলে আমাদের কাছে ধ্যান, জ্ঞান, প্রথম ভালোবাসা আর আবেগ | পাঠক ভাবনা | DW | 26.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলে আমাদের কাছে ধ্যান, জ্ঞান, প্রথম ভালোবাসা আর আবেগ

ডয়চে ভেলের কর্তপক্ষের কাছে বিনীত আবেদন শর্টওয়েভে প্রচারিত অনুষ্ঠান বহাল রাখা না হলে আমার পুরস্কারটি আমি গ্রহণ করবো না৷

ডয়চে ভেলের শ্রোতাবন্ধুরা

ডয়চে ভেলের শ্রোতাবন্ধুরা

২৫ অক্টোবর প্রচারিত রাতের ইনবক্স-এ ধাঁধা বিজয়ী হিসেবে নিজের নাম শুনে চমৎকৃত হয়েছি৷ কেননা যখন থেকে ধারণা করছি শর্টওয়েভে আর অনুষ্ঠান শুনতে পাবো না,তখন থেকেই ডয়চে ভেলে থেকে দূরে থাকার চেষ্টা করছি৷ কিন্তু তেমন করে কখনো দূরে থাকতে পারিনি৷ কারণ ডয়চে ভেলের অনুষ্ঠান আজো আমার মতো অনেক শ্রোতার কাছে ধ্যান, জ্ঞান, প্রথম ভালোবাসা আর আবেগের জায়গা৷ কিন্তু ডয়চে ভেলে শ্রোতাদের দুই চারটি পুরস্কার দিয়ে মনে করছে শ্রোতাদের এর চেয়ে বেশি পাওনা আর কিছু হতে পারেনা৷ আমরা যারা ডয়চে ভেলেকে অন্তর থেকে অনুভব করি, তাদের প্রতি কি ডয়চে ভেলের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই ? যদি থাকতো তাহলে শর্টওয়েভে বাংলা অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিতো না৷এই সিদ্ধান্ত যে ঠিক হয়নি তা ডয়চে ভেলের বোঝার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না৷ তা আমি হলফ করে বলতে পারি৷ আমরা এমন মানসিক বিপর্যস্ত অবস্থায় ডয়চে ভেলের পুরস্কার মোবাইল হোক বা যাই হোক আমার কাছে আগুনে ঘি ঢালার সমান৷ ডয়চে ভেলের কর্তপক্ষের কাছে বিনীত আবেদন শর্টওয়েভে প্রচারিত অনুষ্ঠান বহাল রাখা না হলে আমার পুরস্কারটি আমি গ্রহণ করবো না৷ আশরাফুল ইসলাম, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা৷ ডয়চে ভেলের অনুষ্ঠান একদিন শোনা না হলে, মনে হয় দিনটিতে যেন কি বাদ পরে গেলো৷ কিন্তু শর্টওয়েভ বন্ধ হবে শোনায় মনটা খারাপ, কেননা আমাদের এলাকায় শর্টওয়েভ অনুষ্ঠানই কেবল ভাল শোনা যায়৷ বিনোদ চন্দ্র বর্মন, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

শুভেচ্ছা নেবেন৷ বিশ্বকাপ ফুটবল কুইজে আমাদের ক্লাবের কেউ কোন পুরস্কার পেলেন না, আবার ৩১ অক্টোবর থেকে শর্টওয়েব বন্ধ হয়ে যাচ্ছে - এই জন্য মনটা ভীষণ ভীষণ খারাপ৷ সে যা হোক পকেটের পয়সা খরচ হলেও ওয়েব সাইট থেকে বঞ্চিত হচ্ছি না৷ মোখলেসুর রহমান, খাদিমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

গত সপ্তাহের ইনবক্স-এ জুন মাসের বিশেষ ধাঁধার ফলাফল শুনলাম, আমাদের ক্লাবের কেউ বিজয়ী হয়নি, আশাকরি পরবর্তীতে হবে৷ বিজয়ীদের অভিনন্দন জানাই৷ কৃষ্ণপদ বাইন, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, গোপালগঞ্জ, জলিরপাড়, বাংলাদেশ৷

আমি রাজশাহীর বুয়েটে পড়ি৷ আমি ডয়চে ভেলের বাংলা সংবাদ নিয়মিত শুনি৷ তবে কোনোদিন মতামত দেওয়া হয় নি৷ আপনাদের সংবাদ পরিবেশনা আমার খুবই ভাল লাগে৷ আপনাদের সংবাদ সবসময় বস্তনিষ্ঠ ও নির্ভরযোগ্য হয়ে থাকে৷ আপনাদের সংবাদ পরিবেশনায় খবরের চুলচেরা বিশ্লেষণ আমার ভাল লাগে৷ নাম নেই৷

আমি ১৯৯৬ সাল থেকে অনুষ্ঠান শুনে আসছি৷ নতুন আঙ্গিকের অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ আমি প্রতিদিন দুইবেলা এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনি এবং আমার বন্ধুদেরও শুনতে বলি৷ মোঃ সিয়াবুজ্জামান চঞ্চল, কারমাইকেল কলেজ, বর্ণমালা ছাত্রাবাস, রংপুর, বাংলাদেশ৷

ডয়েচে ভেলে যতোই শুনছি ততোই ভাল লাগছে৷ আর যতোই দিন যাচ্ছে, কতোই না পরিবর্তন হচ্ছে৷ ডয়েচে ভেলে এখন শর্টওয়েভকে পুরোপুরি মুছে ফেলে দিয়ে এফএমকে করেছে শ্রোতা প্রিয়৷ এফএম-এ সব পরিবেশনাই শুনছি সংঘের সব শোতা মিলে, আর কোন অসুবিধা ছাড়াই মোবাইলে শুনে নিচ্ছি আমাদের প্রিয় ডয়েচে ভেলের সব পরিবেশনা৷ ধাঁধার ফলাফল শুনে খারাপ লাগলো এবারো বিজয়ীর খাতায় নাম না থাকায় ! কি করবো হতাশ তো আর থাকা যাবে না৷ লিখব আজীবন এই কামনায় - মোঃ সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতাসংঘ, কাশীপুর (মনিরের ভিটা ) ঘুঘুর হাট, ফুলবাড়ি, কুড়িগাম, বাংলাদেশ৷

বাংলা বিভাগের সবাইকে কালী পূজোর শুভেচ্ছা৷ গতকাল শ্রোতাদের মতামতের পাতায় আমাদের ক্লাবের ছবি দেখলাম৷ শর্টওয়েভ বন্ধ হয়ে যাবে বলে যে আমরা খুব চিন্তা করছি সেটা আপনারা ছবির ভেতর দিয়ে তুলে ধরেছেন৷ আমাদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন এটা আমরা অনুভব করি৷ যতগুলো রেডিও ওয়েবসাইট আছে তার মধ্যে ডয়চে ভেলের ওয়েবসাইট সবার উপরে৷ তারপর জানাই আমরা মুর্শিদাবাদের শ্রোতা বলে এফএম ব্যান্ডের অনুষ্ঠান ভালো শুনতে পাবো৷ তবে মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনা যায় না৷ যাতে শোনা যায় তার চেষ্টা করবেন আর আমাদের কাছে কোন রকম সহযোগিতা চাইলে যতটা সম্ভব করবো৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে, ডয়চে ভেলে থেকে কি অন্য কোন ভাষায় শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার হবেনা ? নাকি কেবল মাত্র বাংলার সাথে গুটিকয়েক ভাষার উপর এই খড়গাঘাত নেমে এলো? আশা করি জানাবেন৷ জানি ছুঁড়ে দেয়া তীরের ন্যায় ঘোষিত সিদ্ধান্ত ফিরিয়ে নেয়া যায়না৷ তাই শ্রোতারা যাতে মিডিয়াম ওয়েভ-এ নির্বিঘ্নে অনুষ্ঠান শুনে এখনকার মত অনাবিল আনন্দ লাভ করতে পারে সেদিকে সুদৃষ্টি দেবেন, কারণ আমাদের এলাকার মত বহু এলাকায় এফএম শোনা যায়না৷ ডাঃ বিকাশ রঞ্জন ও মায়া রাণী ঘোষ, কপিলমুনি, খুলনা, বাংলাদেশ৷