ডয়চে ভেলেকে প্রশ্ন করে পুরস্কার পেলেন যাঁরা | পাঠক ভাবনা | DW | 25.09.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশেষ পুরস্কার!

ডয়চে ভেলেকে প্রশ্ন করে পুরস্কার পেলেন যাঁরা

জার্মানির সংসদীয় নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিল ডয়চে ভেলে৷ যাতে ‘আস্ক ডিডাব্লিউ' বা ডিডাব্লিউ-কে জিজ্ঞাসা করুন' নামের একটি ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে বন্ধুদের পাঠানো নানা প্রশ্নের উত্তরও দেয়া হয়৷

প্রতিযোগিতার শুরুতেই বলা হয়েছিল, জার্মানির নির্বাচন নিয়ে ডয়চে ভেলেকে প্রশ্ন করার জন্য৷ ঘোষণা করা হয়েছিল পুরস্কারের কথাও৷

বন্ধুদের কাছ থেকে আমরা নির্বাচনকে ঘিরে অসংখ্য প্রশ্ন পেয়েছি৷ ফেসবুক লাইভের মাধ্যমে চেষ্টা করেছি সেগুলির উত্তরও দেওয়ার৷ সেই প্রশ্ন তালিকা থেকে সেরা দশ প্রশ্নদাতাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে৷ বিজয়ীরা হলেন –

মো. নাসির খান

মাহমুদুল হাসান

শাওন

এম এ বারিক

প্রদীপ কুন্ডু

নিজামুদ্দীন শেখ

কামাল হোসেইন

এস এম আক্তারুল ইসলাম

মো. কামাল সরদার

মতিনউদ্দীন সিদ্দিকী

বিজয়ীদের আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা৷ আপনারা যদি অনুগ্রহ করে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা  এই ই-মেল ঠিকানায়  nurunnahar.sattar@dw.com পাঠান, তবে  পুরস্কারটি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো আমরা৷ বিজয়ীদের ঠিকানা পাঠানোর কথা  আগেও আমরা লিখেছিলাম কিন্তু এখনো সবার  কাছ থেকে পাইনি৷ প্লীজ, পাঠিয়ে দিন৷ বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ৷ 

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন