1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডিজেলগেট' কাণ্ডে অভিযুক্ত সাবেক ফোল্কসভাগেন কর্তা

১৫ এপ্রিল ২০১৯

মার্কিন নিয়ন্ত্রকদের ভাঁওতা দেবার ষড়যন্ত্রের দায়ে জার্মান গাড়ি-নির্মাতা ফোল্কসভাগেন-এর সাবেক প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকর্নকে অভিযুক্ত করলো জার্মান আদালত৷

https://p.dw.com/p/3GniZ
Martin Winterkorn - Volkswagen
ছবি: picture-alliance/dpa/B. v. Jutrczenka

ফোল্কসভাগেন কোম্পানির ডিজেলচালিত গাড়িগুলি থেকে আসলে ঠিক কতটুকু বায়ুদূষণকারী গ্যাস নির্গত হয়, তা নিয়েই এই কেলেঙ্কারির সূত্রপাত৷

ঘটনার মূলে রয়েছে একটি সফটওয়্যার, যা নির্গমন মাপার সময় এই মোট গ্যাসের পরিমাণ কম দেখায়৷বাস্তবে, সেই গাড়ি থেকে অনেক বেশি দূষণ সৃষ্টি হয়৷

উল্লেখ্য, ২০১৪ সালে এই কেলেঙ্কারি প্রথম ফাঁস হয়৷ ‘ডিজেলগেট' নামে পরিচিত এই কেলেঙ্কারির ফলে ভিন্টারকর্ন ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পদত্যাগ করেন৷

সোমবার জার্মানির ব্রাউনশোয়াইগ শহরের আদালতে ভিন্টারকর্নসহ আরো চারজন ফোল্কসভাগেন কর্মকর্তার বিরুদ্ধে দাখিল হয় অভিযোগ৷

জেলে যাবেন ভিন্টারকর্ন?

 মার্টিন ভিন্টারকর্নের বিরুদ্ধে রয়েছে প্রতারণাসহ একাধিক অভিযোগ, যা প্রমাণিত হলে হতে পারে দশ বছর পর্যন্ত কারাবাস৷ শুধু তাই নয়, কোম্পানির উচ্চপদে কাজ করার সময় ‘বোনাস' হিসাবে যা অর্থ ভিন্টারকর্ন আয় করেছেন, সেই অর্থের বিরাট অংশ ফেরতও দিতে হতে পারে তাকে৷

ইতিমধ্যে ফোল্কসভাগেনের এই মামলায় কোম্পানিকে মোট ২৯ বিলিয়ন ইউরো জরিমানা দিতে হয়েছে৷ এছাড়া হাজার হাজার ক্রেতাও কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন, যা প্রমাণিত হলে ফোল্কসভাগেনকে দিতে হতে পারে আরো কয়েক লক্ষ ইউরো ক্ষতিপূরণ৷

এসএস/এসিবি (রয়টার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য