1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিএইট সম্মেলনে শুল্ক বাধা দূর করতে শেখ হাসিনার আহ্বান

৯ জুলাই ২০১০

বাংলাদেশের পত্রিকাগুলোতে আজ ভিন্ন ভিন্ন বিষয় মূল শিরোনাম হিসেবে এসেছে৷

https://p.dw.com/p/OEbG
Bangladesh Prime Minister Sheikh Hasina
শেখ হাসিনাছবি: AP

যেমন প্রথম আলোর মূল খবর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ৷ তবে দ্বিতীয় মূল খবর হিসেবে এসেছে বিএনপির মানববন্ধন কর্মসূচীতে পুলিশের বাধা প্রদান৷ যুগান্তরের মূল শিরোনাম নিয়ন্ত্রণহীন আইন শৃংখলা পরিস্থিতি৷ সঙ্গে তারা জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ড. মিজানুর রহমানের একটি সাক্ষাৎকারও ছেপেছে৷ সমকালের খবর, ৫৮ খুনি শনাক্ত, পিলখানা হত্যা মামলার চার্জশিট শিগগিরই৷ এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের বাজেটের খবরটিও তারা বেশ গুরুত্ব দিয়েছে৷ কালের কন্ঠের প্রধান খবর, জামায়াতের মাঠের রাজনীতি স্থবির৷ কালের কণ্ঠ নাইজেরিয়ার ডি এইট সম্মেলনের খবরটিও বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে৷


আবুজাতে শেখ হাসিনা

বাংলাদেশ সংবাদ সংস্থার বরাত দিয়ে কালের কন্ঠের প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোট ২৪ দফা ঘোষণার মধ্য দিয়ে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে ডি এইট সম্মেলন শেষ হয়েছে৷ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং অগ্রাধিকারমূলক চুক্তি অনুমোদন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়৷ এতে সদস্য দেশগুলোর বেসরকারি খাতের প্রতি উদার বিনিয়োগ নীতি, দক্ষ জনশক্তি এবং কম খরচে বাণিজ্যের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়৷ ইরানের ডি এইট যৌথ বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠার প্রস্তাবসহ ডি এইট বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা এবং সদস্য দেশগুলোতে বিনিয়োগ সুবিধা চিহ্নিত করার ওপরও জোর দেওয়া হয়৷ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘আমাদের প্রায় ১০০ কোটি মানুষের জন্য একটি সম্মিলিত বাজার থাকলেও বাণিজ্যের চিত্র হতাশাব্যঞ্জক৷ মান সমন্বয় ও মান পরীক্ষায় অভিন্ন পদ্ধতির অভাবের কারণে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে৷'' তিনি এসব বাধা অপসারণের আহ্বান জানান৷

পুলিশের নতুন ১২ নির্দেশনা

প্রথম আলোতে ‘আসামীর প্রতি আচরণ বিষয়ে পুলিশকে ১২ দফা নির্দেশনা' এই শিরোনামে একটি খবর ছাপা হয়েছে৷ এতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে পুলিশ হেফাজতে তিন ব্যক্তি মারা যাওয়ার পর এই ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের জন্য হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়৷ তবে সেই কমিটি না হলেও মহানগর পুলিশ কমিশনার রাজধানীর সবগুলো থানায় ১২টি নির্দেশনা পাঠিয়েছেন৷ এগুলোর অন্যতম হলো, জিজ্ঞাসাবাদের সময় আসামীকে নির্যাতন করা যাবে না৷ জিজ্ঞাসাবাদের আগে আসামীর শারীরিক অবস্থা জেনে নিতে হবে৷ কাউকে গ্রেফতারের সময় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না৷ কোন পুলিশ আইন ভঙ্গ করলে তার দায় তাকেই নিতে হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন