1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাস্টবিনে পূজা দিলেন হিন্দু নারীরা!

২ নভেম্বর ২০১৭

ইন্টারনেটে কোন দিন যে কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে তা বলা মুশকিল৷ প্রায়শই দেখা যায়, কোনোরকমে সাধারণ মোবাইলে ধারণকৃত ভিডিও দেখছে হাজার হাজার মানুষ৷ সম্প্রতি ভারতের এক মন্দিরের ছোট্ট এক ভিডিও’ হয়েছে ভাইরাল৷

https://p.dw.com/p/2msni
Austrailien Känguru
ছবি: Fotolia/byrdyak

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাঙ্গারুর প্রতিকৃতিকে পানি দিয়ে মুছে তাতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কয়েকজন নারী৷ ভারতের কোনো একটি মন্দিরের কম্পাউন্ডের মধ্যে শাড়ি পরা নারীদের প্রতিকৃতিটিতে পূজা দিতে দেখা গেছে ভিডিওতে৷

তবে বিপত্তি বেধেছে ক্যাঙ্গারুর প্রতিকৃতিটির প্রকৃত ব্যবহার জানার পর৷ সেটি আসলে একটি ডাস্টবিন অর্থাৎ ময়লা ফেলার পাত্র৷ কিন্তু কেউ কেউ সেটিকে কোনো দেবী বা দেবতার বাহন মনে করে পূজা করতে শুরু করেছেন৷ হিন্দু ধর্মে প্যাঁচা, ইঁদুরসহ বিভিন্ন প্রাণী বিভিন্ন দেবতার বাহন হলেও ক্যাঙ্গারুর সঙ্গে কোনো দেব-দেবীর সম্পর্ক নেই৷

উল্লেখ্য, ভারতকে বলা হয় বিশ্বাসীদের দেশ৷ সেদেশে ২০১১ সালে পরিচালিত এক জরিপে মাত্র ৩৩,০০০ মানুষ নিজেদের নাস্তিক দাবি করেছেন, যদিও দেশটির জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি৷    

এআই/এসিবি