1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশেও নেই ভরসা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ সেপ্টেম্বর ২০১৩

ঢাকার আশপাশের এলাকায় পুলিশের ওপর ভরসা পাচ্ছেন না সাধারণ মানুষ৷ তাঁরা থাকেন ডাকাত আতঙ্কে৷ তাই তাঁরা নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন৷

https://p.dw.com/p/19p7W
ছবি: picture alliance/dpa

ঢাকার পাশেই সাভার৷ ঘনবসতিপূর্ণ এই শিল্পাঞ্চলে নানা পেশা ও শ্রেণির মানুষের বসবাস৷ গত ১০ই সেপ্টেম্বর রাতে এই সভার পৌরসভা এলাকায় ১০টি বাড়িতে ডাকাতি হয়েছে একযোগে৷ ডাকাত দল ডাকাতির পর স্বর্ণালংকার এবং টাকা মাইক্রোবাস যোগে নিয়ে যায়৷ আর ৪ঠা সেপ্টেম্বর ডাকাতি হয় এক স্বর্ণব্যবসায়ীর বাসায়৷ সন্ধ্যায় সেই বাসার সবাইকে জিম্মি করে ৩০০ ভরি সোনা লুট করে৷ কিন্তু পুলিশ থাকে নিষ্ক্রিয়৷

ঐ এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো. মিনহাজ উদ্দিন মোল্লা ডয়চে ভেলেকে জানান, গণডাকাতির সময় তাঁরা একজন ছাত্রলীগ নেতাকে মাইক্রোবাসসহ আটক করেন৷ কিন্তু পুলিশের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হন৷ তাঁর কথা রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত ডাকাতি হলেও পুলিশ আসেনি৷ তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ডয়চে ভেলেকে বলেন, এসব ডাকাতি বিছিন্ন ঘটনা৷ আর কাউকে আটকের পর পুলিশের চাপে ছেড়ে দেয়ার কোনো ঘটনা তাঁর জানা নেই৷ তবে সেই ছাত্রলীগ নেতা আশরাফ খান মাইক্রোবাসসহ জনতার হাতে আটক হওয়ার পর ছাড়া পাওয়ার কথা স্বীকার করেন ডয়চে ভেলের কাছে৷ তবে তাঁর দাবি, তিনি গভীর রাতে তাঁর এক আত্মীয়কে লিফট দিতে গিয়েছিলেন৷ আরেকজন ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম প্রশ্ন তোলেন ডাকাতদের সঙ্গে প্রভাবশালীরা জড়িত না থাকলে পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল দাবি করেন, পুলিশ নিষ্ক্রিয় নয়৷ খবর পেলে তারা সহায়তার জন্য এগিয়ে যায়৷

A general view of the Bangladeshi capital city Dhaka on September 20, 2010. The South Asian nation sits on active tectonic plates and is frequently jolted by tremors. The last major earthquake struck in 1896. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ঢাকা মহানগরী...ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

আইন-শৃঙ্খলার এই চিত্র পুরো ঢাকা জেলার৷ ঢাকার আশপাশের উপেজেলাগুলোতে তাই সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই রাত জেগে পাহারা দেন৷ পাহারার সময় দেশি অস্ত্র এবং লাঠি ব্যবহার করেন৷ সাভারের ধরেন্ডা এবং মিটন গ্রামে এই পাহারার জন্য রীতিমত কমিটি গঠন করা হয়েছে৷ মিটন গ্রামের আশরাফ আলি জানান, প্রত্যেক বাড়ি থেকে পালাক্রমে একজন সদস্যের এই পাহারায় অংশ নেয়া বাধ্যতামূলক৷

ধরেন্ডার কবির হোসেন জানান, তাঁরা পুলিশের ওপর ভরসা পাননা৷ কারণ পুলিশ কালেভদ্রে রাতে টহল দেয়৷ তাই তাঁরা নিজেরাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন৷ তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দাবি করেন, পুলিশের ব্যর্থতার কারণে নয় – পুলিশ আর সাধারণ মানুষ পারস্পরিক সহযোগিতায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখছে৷ তবে তিনি স্বীকার করেন, পাহারার সময় যে সব দেশি অস্ত্র ব্যবহার করা হয় তাতে হিতে বিপরীত হতে পারে৷ তবে ঐ এলাকার মানুষের প্রশ্ন, তাঁরা কী ভাবে খালি হাতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য