1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেনের ছাদে যাতায়াত বন্ধে মুম্বইতে বিশেষ ব্যবস্থা

২৮ ফেব্রুয়ারি ২০১০

ভারতের মুম্বইতে ট্রেনের ছাদে করে মানুষ যাতায়াত করতে হরহামেশাই দেখা যায়৷ আবার এটা করতে গিয়ে প্রতিনিয়তই মানুষ মারা যাবার ঘটনাও ঘটছে৷

https://p.dw.com/p/MEFP
ভারতের সর্বত্রই যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়ছবি: AP

এই যেমন, সরকারেরই এক হিসেবে দেখা গেছে, ২০০৮ সালে শুধু মুম্বইতেই প্রতিদিন ১৭ জন মানুষ মারা গেছে৷

অবশ্য যারা প্রাণ হারায়, তাদের অনেকেই মারা যায় দরজার বাইরে ঝুলে অথবা লাইন পার হতে গিয়ে৷ তবুও, এবার বোধ হয় ছাদে ভ্রমণ বন্ধ হতে পারে৷ কারণ, ওয়েষ্টার্ন রেলওয়ে কোম্পানি জানিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলে তাদের পরিচালিত ৬০ কিলোমিটার রেল লাইনের প্রায় ৩০ কিলোমিটারের উপর ২৫,০০০ ভোল্টের বিদ্যুতের লাইন বসানোর কাজ শুরু হয়েছে৷ এর মানে হলো, ঐ বিদ্যুত লাইনের সাড়ে ছয় ফুটের মধ্যে কোনো মানুষ আসলেই সে বিদ্যুতায়িত হবে৷

লাইন বসানোর কাজ এ বছরের মধ্যেই শেষ হবে বলে জানা গেছে৷ ইতিমধ্যে, এ ব্যাপারে জনগণকে সতর্ক করার কাজ শুরু হয়ে গেছে৷ প্রতিটি স্টেশনে নাটক মঞ্চায়নের মাধ্যমে এ তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে৷ এছাড়া টেলিভিশনে এ সম্পর্কিত বিজ্ঞাপনের প্রচারও শুরু হয়েছে৷

উল্লেখ্য, প্রায় এক কোটি ৮০ লক্ষ মানুষের নগরী মুম্বইয়ের রাস্তায় অত্যধিক যানজটের কারণে সেখানকার অধিবাসীরা চলাচলের জন্য সাধারণত ট্রেন ব্যবহার করে থাকে৷ ´লোকাল` বলে পরিচিত এসব ট্রেনে যাত্রীরা কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছুতে পারে৷

তবে এত যাত্রীর জন্য ট্রেনের সংখ্যা অপ্রতুল হওয়ায় কখনো কখনো সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি যাত্রী বহন করতে হয় ট্রেনগুলোকে৷ ফলে ভিতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের দরজায় ঝুলে দাঁড়িয়ে থাকে৷ এতে অনেক সময় লাইনের পাশে থাকা বিদ্যুতের থামের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকের মৃত্যু ঘটে৷

ওয়েষ্টার্ন রেলওয়ে কোম্পানির একজন মুখপাত্র এস এস গুপ্তা বলছেন, সাধারণত ১৮ থেকে ৩০ বছর বয়সী লোকজন ছাদে বেশি ভ্রমণ করে থাকে৷

উল্লেখ্য, ভারতে ট্রেনের ছাদে ভ্রমণ করা আইনত দন্ডনীয় অপরাধ৷ ধরা পড়লে এক মাসের জেল বা ৫০০ রুপি জরিমানা হতে পারে৷ কিন্তু আইনের প্রয়োগ না থাকায় যাত্রীদেরকে ছাদে ভ্রমণ থেকে বিরত রাখা যাচ্ছেনা৷

তবে এস এস গুপ্তা বলছেন, এ ধরণের যাত্রীদের ধরতে এখন থেকে রেলওয়ে পুলিশের কার্যক্রম বাড়ানো হবে৷ তাছাড়া তিনি আশা করছেন, তাদের চালানো প্রচারণাও মানুষকে সচেতন করতে সমর্থ হবে৷

প্রতিবেদকঃ জাহিদুল হক

সম্পাদনাঃ অরুণ শঙ্কর চৌধুরী