1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাইবুনালে হাজির জামায়াতের ৪ নেতা: আটক রাখার নির্দেশ

২ আগস্ট ২০১০

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় সোমবার সকালে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের চার শীর্ষ নেতাকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়৷

https://p.dw.com/p/Oa07
Jamat, Leaders, Bangladesh, আটক জামায়াত নেতা, ঢাকা, বাংলাদেশ
আটক জামায়াতের ৪ নেতাছবি: Harun Ur Rashid Swapan

ট্রাইবুনাল জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার হাজিরা গ্রহণ করেন৷ একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার রাখার আদেশ দেন ট্রাইবুনাল৷

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের চার শীর্ষনেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করাকে কেন্দ্র করে সোমবার ট্রাইবুনালসহ আশ-পাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়৷ স্থাপন করা হয় সিসিটিভি ও আর্চওয়ে৷

কড়া পুলিশ পাহারায় সোমবার সকাল ১০টার দিকে জামায়াতের চার শীর্ষ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইবুনালের নিচতলায় অবস্থিত হাজতখানায় আনা হয়৷ সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত নেতৃবৃন্দকে দোতলার এজলাস কক্ষে নেওয়া হয়৷ এরপর ট্রাইবুনালের বিচারক নিজামুল হক, এ টি এম ফজলে কবির ও এ কে এম জহির আহমেদ আসন গ্রহণ করে আদালতের কার্যক্রম শুরু করেন৷ কাঠগড়ায় জামায়াতের চার শীর্ষ নেতা তাদের জন্য নির্ধারিত চারটি চেয়ার বসেন৷

কাঠগড়ায় জামায়াত নেতৃবৃন্দ তাদের আইনজীবীদের সঙ্গে কানে কানে কথা বলেন৷ ট্রাইবুনালে অভিযুক্তদের পক্ষে এ্যাডভোকেট জয়নুল আবেদিন, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জসিম উদ্দিন সরকার, ফেরদৌস আখতার ওয়াহিদা ও ফরিদ উদ্দিন খানসহ ২০/২৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন৷

সরকার পক্ষে ছিলেন ট্রাইবুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু, সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জিয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার ও আলতাফ হোসেন৷

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, মমতাজ উদ্দিন ফকির ও সিনিয়র আইনজীবী ইউরসুফ হোসেন হুমায়ুন এ সময় উপস্থিত ছিলেন৷

আদালত থেকে বেরিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তারা জামায়াতের চার নেতার পক্ষে ওকালতনামা আদালতের কাছে উপস্থাপন করেছেন৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গত ২৬শে জুলাই একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে জামায়াতের চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন৷

জামায়াতের আরেক কেন্দ্রীয় নেতা নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকেও যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে ট্রাইবুনালে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক