1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেটে আর ফেরা হচ্ছে না শেন ওয়ার্ন’এর

১৬ ডিসেম্বর ২০১০

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭১ রানে হারার পর অস্ট্রেলিয়ার অনেক সমর্থকই দাবি করেছিলেন শেন ওয়ার্নকে দলে ফিরিয়ে আনার৷ শেন ওয়ার্নও প্রথমে না বলেননি৷ ফলে সমর্থকদের আশা বাড়ছিল৷ কিন্তু...

https://p.dw.com/p/QdBd
Warne
শেন ওয়ার্নছবি: UNI

সেই আশায় পানি ঢেলে দিলেন অবশেষে ওয়ার্ন নিজেই৷ জানিয়ে দিলেন, না, আর ফেরা হচ্ছে না টেস্ট ক্রিকেটে৷ বয়স তো আর কম হয়নি, গুনে গুনে ৪১৷ যতই মনের জোর থাক, গায়ের জোরটাও তো চাই৷ শেন ওয়ার্ন ভক্তদের এই আশাবাদে নিজেও অত্যন্ত মুগ্ধ হয়েছেন৷ কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন৷ ‘হেরাল্ড সান' পত্রিকায় লেখা নিজের প্রতিবেদনে ওয়ার্ন বলেন, আমাকে অ্যাশেজ সিরিজে দেখার জন্য ভক্তরা যেভাবে আকুতি জানিয়েছে তাতে আমি সত্যিই অভিভূত৷ যদি ফিরতে পারতাম তাহলে তা দারুণ হতো৷ তবে এর জন্য মানিয়ে নিতে সময় দরকার৷ আমার স্বাস্থ্য আগের মতই চমৎকার রয়েছে৷ তবে টেস্ট ক্রিকেটে লম্বা স্পেলে বোলিং করার জন্য দীর্ঘ সময়ের প্রশিক্ষণ এবং মনের জোর দরকার৷ বিশেষ করে খেলায় ফেরার জন্য জোর প্রতিজ্ঞাটাই বেশি জরুরি৷ কিন্তু আমাকে স্বীকার করতে হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি লন্ডনে এবং বাইরে তুষারপাত হচ্ছে৷ বুঝলাম আমি কেবলই স্বপ্ন দেখছিলাম৷ সবশেষে ভক্তদের উদ্দেশ্যে ওয়ার্নের কথা, আমি দুঃখিত আপনাদের হতাশ করায়৷ আমি এই সিরিজে ফিরছি না৷

ভক্তরা নিশ্চয়ই ব্যথিত করবে শেন ওয়ার্নের এই না৷ কারণ অস্ট্রেলিয়ার বর্তমান বোলিং এর যে দশা, তাতে ওয়ার্ন ছাড়া আর কেউ এই মুহূর্তে সিরিজ পরাজয় ঠেকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক