1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০১৯

বাংলাদেশে শরণার্থী শিবিরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক রোহিঙ্গাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ ভুক্তভোগীর বড় ভাইয়ের দাবি এ ঘটনায় সেনা সদস্যরা জড়িত৷ তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন ধর্ষণের প্রমাণ মেলেনি৷

https://p.dw.com/p/3QZpf
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/E. Jones

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোববার সন্ধ্যা সাতটার দিকে এক রোহিঙ্গা কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের তিন সদস্য কিশোরীকে তার ঘরের ভেতরে ধর্ষণের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন কিশোরীর বড় ভাই মোহাম্মদ উসমান৷

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘একজন মুখ চেপে ধরে রেখেছে, আর দুই জন আমার বোনকে ধর্ষণ করেছে৷ ওর বয়স তের বছর৷’’ 

ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে প্রথমে শরণার্থী শিবিরের চিকিৎসাকেন্দ্র এবং পরবর্তীতে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছেন উসমান৷ তিনি বলেন, ‘‘হাসপাতালের সবগুলো পরীক্ষায় ধর্ষণ প্রমাণ হয়েছে৷ কিন্তু রিপোর্টগুলো তারা রেখে দিয়েছে৷’’

ভুক্তভোগী বর্তমানে শরণার্থী শিবিরে নিজের বাড়িতে রয়েছেন৷ তবে তার আরো চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন উসমান৷ তিনি বলেন, ‘‘হাসপাতালে ওর ভালো চিকিৎসা হয়নি৷ ও অসুস্থ, বিছানায় পড়ে আছে৷ ওর সারা শরীর ব্যথা করছে৷ ওকে যে ধর্ষণ করা হয়েছে এটাই প্রমাণ৷’’

তিনি বলেন, ‘‘ওর যৌনাঙ্গ এবং স্তনের বোঁটায় দাগ রয়েছে৷’’

ধর্ষণের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট শরণার্থী শিবিরের সরকারি কর্মকর্তারাসহ ব়্যাব ও সেনা সদস্যরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান উসমান৷ তিনি বলেন, ‘‘আজকে বারোটার সময় আসছে ওরা৷ ঘটনা কিভাবে ঘটেছে জানতে চেয়েছে৷ আমার সঙ্গেও কথা বলেছে৷ সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন যে, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দেয়া হবে৷’’

প্রসঙ্গত, ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবারের সদস্য এই কিশোরী৷ তার জন্ম বাংলাদেশে৷ কিশোরীর পরিবার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা৷ তার এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলেকে জানান, (ধর্ষণের সময়) ওই কিশোরী গোঙ্গানির মতো শব্দ করলে আশেপাশের লোকজন টের পায়৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলে গেলে সেই কিশোরীকে তার প্রতিবেশীরা শিবিরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় বলেও জানান তিনি৷

‘‘বলাৎকার বা ধর্ষণের শিকার মেয়েটির রক্তক্ষরণ হচ্ছিল,’’ বলেন প্রতিবেশী৷ 

চিকিৎসা কেন্দ্রে কিশোরীকে দেখেছেন এমন এক রোহিঙ্গা নারী ডয়চে ভেলেকে জানান, কিশোরী হাঁটতে পারছিল না৷ ‘‘তাকে দুই জন দুই দিক থেকে ধরে হাসপাতালের ডেলিভারি রুমে নিয়ে যায়,’’ বলেন তিনি৷ 

রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ আছে, অস্ত্র নেই

রোহিঙ্গা শিবিরে কিশোরী ধর্ষণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র জোসেফ ত্রিপুরা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন বলে জানান৷ তিনি বলেন, ‘‘এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শারীরিক ও মানসিক চিকিৎসাসেবাসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার উপযুক্ত৷’’ তবে সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার স্বার্থে বেশি তথ্য দিতে রাজি নয় ইউএনএইচসিআর৷

এই বিষয়ে উখিয়ায় সামরিক বাহিনীর শিবিরে যোগাযোগ করা হলে ধর্ষণের খবরটি ‘মিথ্যা, গুজব’ বলে দাবি করা হয়৷ আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মাহবুব আলম তালুকদার ডয়চে ভেলেকে জানান, সেই কিশোরীকে কক্সবাজার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে, তবে ‘ধর্ষণের প্রমাণ মেলেনি৷’  

তিনি বলেন, ‘‘ওটা ধর্ষণের ঘটনা নয়৷ ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে ওটা ধর্ষণের ঘটনা নয়৷’’

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী ভয়াবহ অভিযান শুরু করলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় গ্রহণ করেন৷ অতীতেও এভাবে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন আরো রোহিঙ্গা৷ সব মিলিয়ে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশটিতে অবস্থান করছেন৷