1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইট, স্ট্যাটাস আপডেট, ইমেল – ওবামার নির্বাচনী প্রচার শুরু

৫ এপ্রিল ২০১১

যে মাধ্যম ব্যবহার করে বারাক ওবামা ইতিহাস সৃষ্টি করেছিলেন, আবার সেটিকেই বেছে নিচ্ছেন তিনি৷ এই মাধ্যম হলো সামাজিক যোগাযোগের মাধ্যম৷ অর্থাৎ ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি৷

https://p.dw.com/p/10nUD
ছবি: dapd

২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে এই মাধ্যমগুলোর যথাযথ ব্যবহার করে ভোটারদের কাছাকাছি পৌঁছেছিলেন তিনি৷

তাইতো সোমবার যখন তিনি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করলেন তখনো বেছে নেন এই মাধ্যমগুলোকে৷ টুইটারে নিজের অ্যাকাউন্ট @barackobama -র ফলোয়ারদের প্রতি তিনি বার্তা পাঠিয়েছেন৷ ফেসবুকে নিজের পেজ'এর স্ট্যাটাস নবায়ন করেছেন৷ আর ইমেল করেছেন তাঁর সমর্থকদের৷

এছাড়া সব জায়গাতেই তিনি নিজের ওয়েবসাইট barackobama.com -এর লিংক দিয়েছেন৷ যেখানে তিনি প্রচারের জন্য সমর্থকদের কাছে দান বা চাঁদা চেয়েছেন৷ চেয়েছেন স্বেচ্ছাসেবক৷

ইউটিউবে দুই মিনিটের একটি ভিডিও'ও ছেড়েছেন ওবামা৷ সেখানে অবশ্য তাঁকে দেখা যায়নি৷ দেখানো হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষদের, যারা বলছেন কেন ওবামাকে আরও চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা উচিত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন