1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইট করে সারা বছরের চিকেন নাগেট পেয়েছে যে তরুণ

১০ মে ২০১৭

অনেকটা মজা করেই মার্কিন ফাস্ট ফুড চেইন ওয়েন্ডি'স-কে টুইট করেছিল এক মার্কিন তরুণ৷ জানতে চেয়েছিল, সারা বছর বিনা পয়সায় চিকেন নাগেট খেতে চাইলে কতগুলো রিটুইট লাগবে? ওয়েন্ডি উত্তর দিয়েছে৷ তারপরই শুরু হয় তার সংগ্রাম৷

https://p.dw.com/p/2cjC9
Chicken Nuggets
ছবি: picture-alliance/Bildagentur-online/Belcher

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডার বাসিন্দা কার্টার উইল্কসনকে আঠারো মিলিয়ন রিটুইটের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল ওয়েন্ডি৷ এই লক্ষ্য পূরণ কার্যত অসম্ভব৷ আজ অবধি কেউ সেই লক্ষ্য পেরুতে পারেনি৷ এখন অবধি পারেনি কার্টারও৷ তবে গড়েছেন আরেক রেকর্ড৷

টুইটারে এখন অবধি যত টুইট রিটুইট হয়েছে তার মধ্যে তার সারা বছর বিনা পয়সায় নাগেট চাওয়ার টু্ইটটি এখন রয়েছে সবার শীর্ষে৷ আর এই শীর্ষস্থান দখল করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন মার্কিন টিভি হোস্ট এলেন ডিজেনারসের বিখ্যাত সেলফি, বারাক ওবামার টুইট, এমনকি তরুণ প্রজন্মের ব্যান্ড ‘ওয়ান ডাইরেকশন'কেও৷

বুধবার এই রিপোর্ট লেখা অবধি কার্টারের উপরের টুইটটি রিটুইট হয়েছে সাড়ে তিন মিলিয়নেরও বেশি বার৷ গত ৬ এপ্রিল সাদামাটা এই টুইটটি করেন তিনি৷ যেখানে ছিল না কোনো মজার কৌতুক, বা বড় কোনো সংবাদ কিংবা বড় কোন তারকার বিশেষ কোনো ছবি৷ ছিল নেহাত এক ষোল বছর বয়সি তরুণের বিনামূল্যে চিকেন নাগেট খাওয়ার বাসনা৷ আর তাতেই কিনা সাড়া দিলেন গোটা বিশ্বের অনেক মানুষ৷ এমনকি অ্যাপল মিউজিক, অ্যামাজনসহ খোদ টুইটারের আনুষ্ঠানিক প্রোফাইল থেকেও তাঁর এই টুইট রিটুইট করা হয়েছে৷

কার্টারের জন্য সারা বছরের চিকেন নাগেটের ব্যবস্থা করতে দু'টো হ্যাশট্যাগও ভাইরাল করেছেন টুইটার ব্যবহারকারীরা৷ ইংরেজিতে #নাগেটফরকার্টার এবং #কনসিডারইটডান হ্যাশট্যাগ দু'টো ব্যবহার করে অনেকে তাঁর টুইট রিটুইটের আহ্বান জানিয়েছেন৷ কার্টারের প্রতি এত সমর্থন দেখে সোমবার অবশ্য তাকে সাড়া বছর বিনামূল্যে চিকেন নাগেট খাওয়ানোর আব্দার মেনে নিয়েছে ওয়েন্ডি'স৷ টুইটারে নিজেদের ভোক্তাদের বার্তার নানা মজার উত্তর দিয়ে আলোচিত ফাস্ট ফুড চেইনটি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশিবার রিটুইটের রেকর্ড গড়ায় কার্টারকে চাহিদামতো নাগেট বিনামূল্যে খাওয়াবেন তারা৷ শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার দাতব্য সংস্থায় এক লাখ মার্কিন ডলার দানও করা হবে৷

এদিকে, নতুন রেকর্ড গড়ে রীতিমতো তারকায় পরিনত হয়েছেন কার্টার উইল্কসন৷ বড় বড় টেলিভিশন অনুষ্ঠানে হাজির হচ্ছেন তিনি৷ আর তাঁকে নাগেট খেতে অ্যামেরিকার যে কোনো ওয়েন্ডি'স রেস্তোরাঁয় বিনামূল্যে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স৷

এলিজাবেথ শ্যুমাখার / এআই