1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিন-এজার ড্রাক্সলারের গোলে শালকে জার্মান কাপের সেমিফাইনালে

২৬ জানুয়ারি ২০১১

মাত্র ১৭ বছর বয়সেই তাক লাগিয়ে দিচ্ছেন ইয়ুলিয়ান ড্রাক্সলার৷ মঙ্গলবার ন্যুর্নব্যার্গের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে জার্মান কাপের সেমিফাইনালে পৌঁছে দিলেন এই তরুণ তারকা৷

https://p.dw.com/p/103Ax
ম্যাচ শেষে ড্রাক্সলারকে কাঁধে নিয়ে উল্লাসছবি: dapd

মঙ্গলবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা৷ নির্ধারিত সময়ে দুই পক্ষই ২টি করে গোল করে বসায় বাড়তি সময়ে খেলা চলছিল৷ কোচ ফেলিক্স মাগাট তখন মোক্ষম চাল চাললেন৷ হাই স্কুলের ছাত্র ড্রাক্সলার'কে মাঠে নামালেন৷ ১১৬ মিনিটের মাথায় খেলতে নেমে ১১৯ মিনিটের মাথায় গোল করে ৩-২ গোলে শালকে'র জয় নিশ্চিত করে ফেললেন তিনি৷ প্রায় ২২ মিটার দূর থেকে অপূর্ব একটি গোল উপহার দিলেন ড্রাক্সলার৷ উল্লেখ্য, এই নিয়ে ৩ বার দলের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন ড্রাক্সলার৷ ১০ দিন আগে হামবুর্গের বিরুদ্ধে মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন তিনি৷ বুন্ডেসলিগার ইতিহাসে এত কম বয়সি কোনো খেলোয়াড় মাঠে নামে নি৷ সেদিন ড্রাক্সলারের বয়স ছিল ১৭ বছর ১১৭ দিন৷

ম্যাচের শেষে ড্রাক্সলার বলেন, ‘‘অনুভূতি প্রকাশ করার শব্দ খুঁজে পাচ্ছি না৷ চিরকাল স্বপ্ন ছিল এই মাঠে খেলার৷'' কোচ মাগাট সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করেন না৷ কিন্তু এদিন ড্রাক্সলার'এর খেলা দেখে তিনিও অভিভূত৷ ছেলেটির মধ্যে বিপুল সম্ভাবনা লুকিয়ে রয়েছে বলে মাগাট'এর বিশ্বাস৷ জার্মান কাপ পর্যায়ে এই জয়ের ফলে শালকে ইউরোপীয় তালিকায় আবার ভালো জায়গায় চলে গেল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক