1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকে থাকবে হলুদ মাথা কচ্ছপ?

২৯ অক্টোবর ২০১৯

মাথা হলদে রঙ্গের, আকৃতি মাঝারি৷ কচ্ছপগুলোর আদি নিবাস সমুদ্র কিংবা নদী নয়, কম্বোডিয়ার বনে জঙ্গলে৷ কিন্তু কচ্ছপের এই প্রজাতিটি এখন হারিয়ে যাওয়ার পথে৷ আশার কথা তাদের টিকিয়ে রাখতে নেয়া হয়েছে বিশেষ একটি উদ্যোগ৷ আপাতত বন্দী পরিবেশে তাদের প্রজনন ঘটনানোর চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/3S8RV

সফল হলে সেই বাচ্চাগুলোকে বিশেষ ব্যবস্থায় বনে ছেড়ে দেয়া হবে৷ দেখা হবে কতটা টিকে থাকতে পারে তারা সেখানে৷ সবকিছু ঠিক থাকলে আবারও প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠবে হলুদ মাথা কচ্ছপেরা৷

এফএস/কেএম