1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টিকটক’কে পাকিস্তানের চূড়ান্ত সতর্কবার্তা

২১ জুলাই ২০২০

‘অনৈতিক কন্টেন্ট' ছড়ানোর দায়ে শেষবারের মতো ভিডিও-অ্যাপ 'টিকটক'কে সতর্ক করল পাকিস্তান৷ একই অভিযোগে আরেকটি অ্যাপকে ব্লক করা হয়েছে সেখানে৷

https://p.dw.com/p/3fePF
Symbolfoto Social-Media auf einem Smartphone
ছবি: picture-alliance/Ostalb Network

চীনা সংস্থা ‘বাইটডান্স'-এর বিশ্বখ্যাত ভিডিওঅ্যাপ ‘টিকটক’ পাকিস্তানে সরকারের রোষের মুখে৷ অ্যাপব্যবহারকারীদের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ের একাধিক সমস্যার কারণে এর আগে অস্ট্রেলিয়া, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ থেকেও উঠে এসেছে ‘টিকটক'-বিরোধী পদক্ষেপ৷

কিন্তু পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘অনৈতিক' কন্টেন্ট প্রচারের কারণে তারা টিকটককে সতর্ক করছে৷ পাশাপাশি, আরেকটি অ্যাপ ‘বিগো লাইভ'কে ব্লক করবার কথাও জানায় তারা৷

বিবৃতিতে বলা হয়, ‘‘অশ্লীল ও অনৈতিক কন্টেন্টের প্রচার থামাতে অবিলম্বে জোরদার পদক্ষেপ নিতে হবে টিকটককে৷ এটাই টিকটকের উদ্দেশ্যে পিটিএ'র চূড়ান্ত সতর্কবার্তা৷ একই কারণে বিগো অ্যাপ ব্লক করছি আমরা৷’’

সমাজের সাথে টিকটকের যে টানাপোড়েন

সারাবিশ্বে মোট ২০০ কোটিবার ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপটি৷ গত বছর পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ভারতের একটি আদালত সেখানে অ্যাপটি কিছুদিনের জন্য নিষিদ্ধ করে৷ পরে চীনের সাথে রাজনৈতিক বিরোধের পরিস্থিতিতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় টিকটকসহ আরো বেশ কয়েকটি চীনা অ্যাপ৷

কিন্তু পাকিস্তানে এই অ্যাপের বিরুদ্ধে ফরমান জারি হবার পেছনে নেই কোনো রাজনৈতিক কারণ৷ কারণ, কূটনৈতিক ও ব্যবসায়িক কারণের ফলে পাকিস্তানের সাথে চীনের মধ্যে রয়েছে সুসম্পর্ক৷

এসএস/এসিবি (রয়টার্স)