টাটকা বিশ্বসংবাদ | পাঠক ভাবনা | DW | 20.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টাটকা বিশ্বসংবাদ

আপু ও ভাইয়া, আমি জার্মান রেডিওর একজন নিয়মিত শ্রোতা৷ এই অনুষ্ঠান যতই শুনি ততই ভালো লাগে৷ মনজুরুল ইসলাম মিন্টু, কেবল কৃষ্ণ, জুম্মাহাট, উলিপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান শুনে আমি মুগ্ধ হই৷ দরদ মাখানো কন্ঠস্বর কানে মধু বর্ষণ করে৷ তাইতো দীর্ঘ ২৭ বছর ধরে নিয়মিতভাবে শুনে আসছি আর লিখে আসছি - ত্রুটি দেখেছেন কখনো ? তুষার রায় রনি, কচুয়া, বাগেরহাট, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা তবে এটাই আমার প্রথম ই-মেইল৷ সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য অনেক ধন্যবাদ৷ আমার কাছে অনুষ্ঠান সূচি পাঠাবেন৷ মোঃ রেজাউল করিম, পলাশীবাড়ি, গাইবান্ধা, বাংলাদেশ৷

ওয়েবসাইটের প্রতিটি পাতা আমার খুব ভালো লাগে৷ ওয়েবসাইটে সমাজ জীবন পাতায় জামার্নির বাভারিয়া লোয়ার ফ্রাঙ্কোলিয়ায় এক ব্যতিক্রমধর্মী হোটেলের কাহিনী এবং হাঙ্গেরির এক রোমান ক্যাথলিক ধর্ম যাজকের স্কেট বোর্ডিং-এর মাধ্যমে অভিনব কায়দায় ধর্ম প্রচারের ওপর প্রতিবেদন পড়ে আমি দারুণ মুগ্ধ হয়েছি৷ ওয়েবসাইটের মাধ্যমে আমি চলমান বিশ্বের সম্প্রতি ঘটে যাওয়া নানা তরতাজা খবরাখবর, সংস্কৃতি বিনোদন, বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ক নানা অজানা তথ্য জানতে পারি৷ ওয়েবসাইটের প্রতিটি বিভাগই অপূর্ব তথ্য ও তত্ত্বে পরিপূর্ণ৷ যা ভিজিট না করলে কিছুতেই বোঝা যাবেনা৷ ডয়চে ভেলের বেতার অনুষ্ঠান আমার প্রাণ আর ওয়েবসাইট আমার জান - মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

আমি আপনাদের নতুন শ্রোতা৷ গত ১৫ এপ্রিল থেকে অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে৷ জার্মান রেডিও-র বিশ্বসংবাদ, বাংলাদেশের খবর, পত্রপত্রিকার শিরোনাম, খেলার খবর আমার খুব ভালো লাগে৷ ডয়চে ভেলের খবর সবসময় নিরপেক্ষ হয়৷ অনুষ্ঠান এফএম ব্যান্ডে খুব ভালো শোনা যায়৷ অনুষ্ঠান এভাবে চললে বাংলা অনুষ্ঠানের শ্রোতাসংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে৷ আমার জন্য অনুষ্ঠান সূচি পাঠাবেন৷ রুনু চক্রবর্তী, গোপাল টিলা, সিলেট, বাংলাদেশ৷

ডয়চে ভেলে আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ আর প্রতিটি ফিচার যেন তথ্যের সাম্রাজ্য৷ টাটকা বিশ্বসংবাদ যেন সাজানো অফুরন্ত ভালো লাগা৷ এমএইচ রনি, শম্ভুপুর, ভোলা, বাংলাদেশ৷