টাকা খেলো কুকুর, মালিক পেলেন ক্ষতিপূরণ! | পাঠক ভাবনা | DW | 09.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টাকা খেলো কুকুর, মালিক পেলেন ক্ষতিপূরণ!

এই প্রতিবেদনটি অবিশ্বাস্য হলেও সত্যি, তবে বুদ্ধিমান কুকুর বুঝে নিয়েছিল তার মালিক তাকে অভুক্ত রেখে হোটেলে ভূরি-ভোজন করতে যাচ্ছে৷ সে জন্য সে নোটগুলো সামনে পেয়ে চিবিয়ে ফেলেছিল৷

৫ খানা নোটের টুকরো মলের সঙ্গে বেরিয়ে এসেছে শুনে খানিকটা অবাক লাগছে, তবে নতুন ধরনের একটি প্রতিবেদন উপহার দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ৷ সুহৃৎ বন্দোপাধ্যায়, বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

‘পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ' – আমাদের চারপাশের কলকারখানার দুষিত বায়ু কার্বন ডাই অক্সাইড নির্গমনে, স্বাস্থ্যসম্মত পরিবেশ সুরক্ষায় বেশি করে বৃক্ষরোপণ করা নৈতিক দায়িত্ব৷ বিশ্বে পরিবেশবিদরা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন৷ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার কারণে বিশ্বে মরুময়তা লক্ষ্য করা যাচ্ছে৷ আমাদের ভাবতে হবে আগামী প্রজন্মের কথা, আগামী দিনগুলিতে যেন সুন্দর সুস্থ পরিবেশ পাই, সে জন্য সর্বস্তরের জনগণের যথাযথ উদ্যোগ নিতে হবে৷ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসতে হবে সরকারের পাশাপাশি বিশেষ করে এনজিও সংগঠনগুলিকে৷ জীবনের প্রতিটি মুহূর্তে যেন নির্ভেজাল শ্বাস প্রশ্বাস গ্রহণে এই পৃথিবীতে অবগাহন করতে পারি এই আমার কামনা৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে লিখেছেন৷

কাশের অভিবাদন আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উত্সব জাগ্রত দ্বারে৷ ডয়চে ভেলে পরিবারের সকলকে তাই জানাই শারদ শুভেচ্ছা৷ অজয় কুমার সরকার, হটুদেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন