1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইটানিকের রোজ চলে গেলেন টাইটানিকের দেশে

২৮ সেপ্টেম্বর ২০১০

১০১ বছরের বৃদ্ধা, নাম রোজ৷ যিনি সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া জাহাজ টাইটানিকের জীবিত যাত্রীদের একজনের ভূমিকায় দারুণ অভিনয় করেছিলেন টাইটানিক ছবিতে, সেই গ্লোরিয়া স্টুয়ার্ট চলে গেলেন ঘুমের মধ্যে৷ বয়স হয়েছিল ঠিক ১০০ বছর৷

https://p.dw.com/p/PO8g
টাইটানিক,রোজ, সমুদ্র, যুবতী, হীরে, পান্না,Titanic, Gloria Stewart, Hollywood, Cameron, Avataar, Diamond, Shipwreck, Sea, Girl, Young Girl, Kate Winslet
টাইটানিকের একটি দৃশ্যে কেট উইনস্লেটছবি: Paramount Pictures

উজ্জ্বল পান্নার মত সবুজ চোখজোড়া, সোনালি চুলের যে যুবতী গ্লোরিয়া স্টুয়ার্ট সেই তিনের দশকের হলিউড ছবিতে টুকটাক অভিনয় করতেন, ১৯৪৬ সালেই অভিনয় থেকে অবসরে চলে গিয়েছিলেন তিনি৷ চল্লিশ বছর পার করে গ্লোরিয়া ফের ফিরে আসেন অভিনয়ের আঙ্গিনায়৷ সময়টা ১৯৮৭৷ এমনকি এত বয়সে ফিল্মে অভিনয়ের মত ধকলদার কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দই পেতেন কাজ করতে৷ টাইটানিক ছবিটা বানাবার সময় পরিচালক জেমস ক্যামেরন তাই সেই বৃদ্ধ বয়সের রোজ-এর ভূমিকায় বেছে নিয়েছিলেন এই গ্লোরিয়াকেই৷ টাইটানিকের জীবিত যাত্রী যে রোজ-এর হাত থেকে সেই বিশাল নীল হীরে বসানো দামী নেকলেসটা সমুদ্রের গভীর জলেই ফিরে যায় ছবির শেষ দৃশ্যে৷ যেখানে রোজ কালেভার্ট-এর আত্মাও যেন ফিরে যায় টাইটানিকের সঙ্গেই সলিল সমাধিতে শুয়ে থাকা তার প্রেমিক জ্যাক বা লিওনার্দোর কাছে৷ জলের তলায় তাদের মিলন হয়৷ তখন আবার রোজ যুবতী, ছবিতে আসলে কেট উইন্সলেট হয়ে গেছে৷

টাইটানিকে অতএব ১০১ বছরের বৃদ্ধার ভূমিকায় নেমেছিলেন গ্লোরিয়া৷ তখন নিজের বয়স সাতাশি৷ এতখানি বয়সে এতটা অসাধারণ অভিনয়ের পর তাই সবচেয়ে বেশি বয়সে অভিনয়ের অস্কার পুরষ্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি৷ এছাড়া এই ‘কাম ব্যাক' পিরিয়ডে শার্লি টেম্পলের বেশ কয়েকটা ছবি ছাড়াও ‘দ্য ইনভিজিবল ম্যান' ছবিতে দারুণ অভিনয় করেছিলেন গ্লোরিয়া৷

Oscarverleihung 2010 Galerie James Cameron und Kathryn Bigelow
টাইটানিক পরিচালক ক্যামেরন আর এখন নামজাদা পরিচালিকা ক্যাথারিন বিগেলো৷ একদা এঁরা দম্পতি ছিলেন৷ছবি: AP

পড়াশোনা করেছিলেন দর্শন আর অভিনয় নিয়ে৷ বছর পাঁচেক আগে স্তন ক্যান্সারের শিকার হন৷ সে অসুখটাকে পাশ কাটিয়েছিলেন শক্ত হাতে৷ তারপর ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে টাইটানিকের দেশে ফিরে গেলেন গ্লোরিয়া৷ বয়স হয়েছিল ঠিকঠাক একশো৷

ক্যামেরনের আভাতার বাজারে আসার আগে পর্যন্ত ১৯৯৭ সালের রিলিজ টাইটানিক ছিল বিশ্বের জনপ্রিয়তম ছবি৷ তো, সে ছবি যতদিন মনে থাকবে, ততদিন গ্লোরিয়াকেও মনে রাখতে হবে৷ কারণ, আসল নায়িকা তো তিনিই৷ যে কিনা সত্যিই টাইটানিকে চড়ে ভেসেছিল৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম