1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টয়লেট জীবন বাঁচাতে পারে

১৯ নভেম্বর ২০১৪

ইবোলা সহ নানা মহামারির পেছনে স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাবকেও কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ এই সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে বুধবার গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস৷

https://p.dw.com/p/1Dpa3
Toilette in der Wüste
ছবি: Fotolia

সংক্রামক রোগ, নারীদের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক কাঠামো থেকে শুরু করে অনেক বিষয়ই জড়িয়ে রয়েছে হাতের নাগালে টয়লেট থাকা বা না থাকার সঙ্গে৷ অথবা মানুষের অভ্যাস ও আচরণের সঙ্গে৷ সোশ্যাল মিডিয়া জগতেও বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে৷ #WorldToiletDay হ্যাশট্যাগের আড়ালে পাওয়া যাচ্ছে অসংখ্য টুইট, ছবি ও মূল্যবান তথ্য৷ হুগো টাগহল্ম বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে সমুদ্র বাঁচানোর আহ্বান জানিয়েছেন:

জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ-এর ভারতীয় শাখা মনে করিয়ে দিয়েছে, যে সে দেশে স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেটের সংখ্যা অনেক বেড়ে গেছে৷ ২০০৫-২০০৬ সালের তুলনায় ২০১২-২০১৩ সালে এক্ষেত্রে বৃদ্ধির হার কম নয় – ৩৭ শতাংশ থেকে ৮৮ শতাংশ:

ভারতেরই হিন্দুস্তান টাইমস রোগের প্রসারের সঙ্গে টয়লেটের সম্পর্কের বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়াতে এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে৷ এর মাধ্যমে মোট ১৫টি রোগ নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব:

গোটা বিশ্বে গণস্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ টয়লেটের অভাব নিয়ে আজও সচেতনতা সৃষ্টি করার চেষ্টা চালাতে হয়৷ মোবাইল ফোনের সংখ্যার সঙ্গে তার তুলনা করলে এই ফারাক আরও স্পষ্ট হয়ে যায়৷ দ্য উইলসন সেন্টার এই বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করেছে:

টয়লেটের অভাবই মূল সমস্যা নয়৷ মানুষের কিছু বদ অভ্যাসও সমস্যা আরও প্রকট করে তুলছে৷ দীপক কে তাঁর তীর্যক মন্তব্যে লিখেছেন, ‘‘একমাত্র ভারতের পুরুষরাই জানেন, কী ভাবে একই সঙ্গে আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস উদযাপন করতে হয় – রাস্তার ধারে'':

ভারতে টয়লেট শুধু জনস্বাস্থ্য নয়, নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ৷ নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনের লিংক সহ এই মন্তব্য করেছে জাতিসংঘের ‘ওপেন ডিফেকেশন' উদ্যোগ:

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান